Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজো দিতে চান? কখন পুজো শুরু, কখন থেকে লাইনে দাঁড়াবেন? কত টাকা দিলে আগে পুজো দেওয়ার সুযোগ? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Kaushiki Amavasya Tarapith Temple: চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১ঃ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১ঃ২৪ মিনিটে।
বীরভূম, সৌভিক রায়: প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১ঃ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১ঃ২৪ মিনিটে। তবে তারাপীঠ মন্দির তো পুজো দিতে আসবেন তবে আপনি কী জানেন কেমন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে? তারাপীঠ মন্দির চত্বর জুড়ে কত টাকার লাইন রয়েছে এ বছর?
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, “অন্যান্য বছর তারাপীঠ মন্দির চত্বরে জায়গা কম থাকার কারণে একটা ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি হয়। তবে এই বছর তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ মন্দির চত্বরে একাধিক কাজ করেছে। নির্দিষ্ট লাইনের মধ্যে ভক্তরা প্রবেশ করে মা তারার দর্শন করতে পারছেন এছাড়াও খোলামেলা পরিবেশ রয়েছে তারাপীঠ মন্দির চত্বর জুড়ে।”
advertisement
আরও পড়ুনঃ ধসে ভেঙেচুরে শেষ রাস্তা! ফের বন্ধ NH-10…! পর্যটকরা পাহাড়ে উঠতে পারবেন তো? ১৭ অগাস্ট পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা
তিনি আরও জানান প্রত্যেক বছর যেমন একটি নির্দিষ্ট লাইন দিয়ে ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশ করিয়ে তারপর আবার বাইরে বের করে দেওয়া হয় এই বছরও ঠিক একই ব্যবস্থা থাকবে। অন্যদিকে একটি নির্দিষ্ট ভিআইপি লাইন দিয়েও ভক্তরা প্রবেশ করতে পারবেন ভক্তরা। পাশাপাশি মন্দিরের সামনে নাটমন্দির থেকেও মা তারার দর্শন করা যাবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৪০০০ টন চওড়া পেটের ইলিশ শহর, শহরতলির বাজারে! রবিবার বাজারে কেজিতে কত উঠবে দর? দাম কমে কিন্তু অর্ধেক
প্রত্যেক বছর এই কৌশিক আমাবস্যার দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারাপীঠ মন্দির চত্বরজুড়ে। এই অতিরিক্ত পরিমাণে ভিড় সামাল দিতে মন্দির কমিটির তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী ব্যবস্থা করা হবে। এছাড়াও পুলিশ প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী দেওয়া হবে। গোটা তারাপীঠ চত্বরজুড়ে প্রায় ১৮০ টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এছাড়াও মন্দির চত্বরে প্রায় ৪৫ থেকে ৫০ টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। পাশাপাশি তারাপীঠ মন্দিরের ঠিক পাশেই করা হবে ওয়াচ টাওয়ার। সেখান থেকে প্রতিনিয়ত নিরাপত্তা রক্ষীরা মন্দিরের ওপর নজর রাখবেন। এক কথায় সব মিলিয়ে ইতিমধ্যেই গোটা তারাপীঠ এলাকা জুড়ে চলছে কৌশিক আমাবস্যার শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা তারাপীঠ।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 2:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজো দিতে চান? কখন পুজো শুরু, কখন থেকে লাইনে দাঁড়াবেন? কত টাকা দিলে আগে পুজো দেওয়ার সুযোগ? জানুন