তবে একদম হতাশ হওয়ার কোনও কারণ নেই কারণ এই সময় আপনি চাইলে ঘুরে যেতে পারেন বীরভূমের বোলপুর শান্তিনিকেতন অথবা বীরভূমের তারাপীঠ। কারণ যেহেতু পর্যটকেরা উত্তরবঙ্গ সফর বাতিল করছেন আর সেই কথা মাথায় রেখে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার চলতি দু’মাসে তারাপীঠ ভ্রমণের জন্য এলে হোটেল ভাড়ার ক্ষেত্রে দেওয়া হবে বিরাট ছাড়।
advertisement
তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান এমনিতেই দুর্গাপুজোর পর থেকে পুরো শীতের মরশুম পর্যন্ত হোটেল ভাড়া ক্ষেত্রে অনেকটাই ছাড় দেওয়া হয়। তবে এবার যেহেতু প্রবল বর্ষণের ফলে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ জটিল, আর সেই কারণেই পর্যটকেরা আপাতত পক্ষে উত্তরবঙ্গ সফল বাতিল করছেন, আর তাদের কথা চিন্তা করেই তারাপীঠ হোটেলের ভাড়ার ক্ষেত্রে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বীরভূমে আচমকা হলটা কী? ছুটে আসছে কাতারে কাতারে মানুষ, কারণ জানলে চমকে যাবেন আপনিও
অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের বেসরকারি হোটেল মালিক কৌশিক বিশ্বাস জানান ইতিমধ্যেই অনেকে উত্তরবঙ্গ সফর বাতিল করে বোলপুর আসতে শুরু করেছেন। আর যেহেতু সামনে কালীপুজো তাই কালীপুজোর আগে হোটেল বুকিং ও ভাল হচ্ছে। আর সেই কারণেই প্রায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে হোটেল ভাড়ার ক্ষেত্রে।