ইতিমধ্যেই বিষ্ণুপুর থেকে রেল পৌঁছেছে জয়রামবাটী। মায়ের বাড়িতে ট্রেন ঢুকলেও এখনও কামারপুকুর অর্থাৎ ঠাকুরচর রামকৃষ্ণদেবের জন্মস্থানে রেলপথ সম্প্রসারণের কাজ শেষ হয়নি। স্থানীয় মানুষদের দাবি, সেই কাজও যাতে খুব শিগগিরই শেষ করে রেল কর্তৃপক্ষ। যার ফল স্বরূপ জয়রামবাটি কামারপুকুর ঘুরতে আসা মানুষরা উপকৃত হবেন। বাড়বে এলাকার পর্যটন শিল্প। কারণ জয়রামবাটি থেকে কামারপুকুর হয়ে আবার গন্তব্যস্থল নিজের বাড়ি পৌঁছে যাওয়া তা খুবই সুবিধাজনক হবে পর্যটকদের জন্য।
advertisement
আরও পড়ুন: ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের কাজ, ভবাদিঘির পর এবার নতুন জট
রেলপথের উপর নির্ভর করে এলাকায় বাড়ছে ব্যবসায়ীদের সংখ্যা। যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত হবে তত বেশি পর্যটক আসবেই এই এলাকায় আর তাতে এলাকার অর্থনীতি চাঙ্গা হবে। এমনটাই বলছেন এলাকার মানুষজন। শুধু তাই নয়, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল পথ চালু হলে একযোগে শৈবতীর্থ তারকেশ্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর এবং মায়ের জন্মভূমি জয়রামবাটী এই রুট একেবারেই অতিক্রম করতে পারবেন পর্যটকরা। রেলপথ সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে এলাকায় পর্যটকদের সংখ্যা বাড়বে এবং তাতে ব্যবসা-বাণিজ্য বাড়বে এমনটাই মনে করছেন এলাকার মানুষজন।
রাহী হালদার






