Tarakeswar Bishnupur Rail Project: ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের কাজ, ভবাদিঘির পর এবার নতুন জট
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের কাজ ফের বন্ধ হয়ে গেল নতুন জটে
হুগলি: তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পে নতুন করে জট। ভাবাদিঘির পর এবার পশ্চিম অমরপুর। সঠিক জলনিকাশি ব্যবস্থা না করে রেলপ্রকল্পের কাজ করা যাবে না। এই দাবিতে তিনদিন ধরে প্রকল্পের কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন গ্রামের মানুষ। তাঁদের দাবি, সরু পাইপ দিয়ে জলনিকাশি ব্যবস্থা করছে রেল। এই গ্রাম প্রতিবার বন্যার জলে ভাসে। তাই উপযুক্ত কালভার্ট ও আন্ডারপাস না করলে গোটা গ্রাম ভেসে যাবে। কারো চাষের জমি বাঁচবে না। তাই গ্রাম বাঁচিয়ে রেল হোক, এটাই তাঁদের দাবি।
এই মুহূর্তে কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেললাইনের কাজ জোরকদমে চলছে। রেললাইনের মাটি ফেলার কাজও শুরু হয়ে গেছে। কিন্তু প্রতিশ্রুতি মত কাজ না করায় গত তিনদিন ধরে গোঘাটের পশ্চিম অমরপুরের বাসিন্দারা কাজ বন্ধ করে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছেন। প্রকল্প এলাকাতেই ত্রিপল খাটিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন। গ্রামের মহিলারাও এই অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন। রেল সমস্যা সমাধানের লিখিত আশ্বাস না দিলে তাঁদের এই অবস্থান বিক্ষোভ অনির্দিষ্টকাল চলবে বলে এলাকার মানুষের দাবি।
advertisement
advertisement
এ বিষয়ে গ্রামের এক মহিলা আরতি সিং তিনি বলেন, এমনিতেই তাদের এলাকা বন্যাপ্রবণ। সেখানে রেলের কাজ হওয়ার দরুণ নিকাশি ব্যবস্থা ব্যাহত হয়েছে। সঠিকভাবে নিকাশি ব্যবস্থা না করে দিলে তারা বন্যার সময় ভেসে যাবেন। তাদের দাবি, উপযুক্ত ভাবে একটি ব্রিজ একটি আন্ডারপাস করে দেওয়া হোক, যার মধ্যে দিয়ে জল নিকাশের ব্যবস্থা থাকবে। যাতে বন্যার সময় এলাকার মানুষজন ব্রিজ ব্যবহার করে সঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে পারেন। সেই কারণেই তারা রেল চলুক গ্রাম বাঁচুক নামে একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে তারা অবস্থান করছেন। যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা হবে তারা সেখানে অবস্থান করবেন এমনটাই জানিয়েছেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 8:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarakeswar Bishnupur Rail Project: ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের কাজ, ভবাদিঘির পর এবার নতুন জট

 
              