Hooghly News: সহজেই কীভাবে হওয়া যাবে মহাকাশ বিজ্ঞানী! হুগলিতে পাঠ দিয়ে গেলেন ইসরোর বিজ্ঞানীরা

Last Updated:

মহাকাশ গবেষণা নিয়ে হুগলির পড়ুয়াদের নিয়ে হল বিশেষ কর্মশালা

+
সেমিনার

সেমিনার

হুগলি: ছাত্র-ছাত্রীদের মহাকাশ গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে আরামবাগ মহাকুমা। ভারতীয় মহাকাশ গবেষণা ইসরোর থেকে মহাকাশ বিজ্ঞানীদের নিয়ে এসে সরাসরি স্কুল পড়ুয়াদের সঙ্গে মহাকাশ বিজ্ঞানীরা তাদের অভিজ্ঞতা জ্ঞাপন করেন। এর ফলে স্কুল জীবন থেকেই মহাকাশ গবেষণা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ তৈরি ও কীভাবে আগামী দিনে তা নিয়ে পড়াশোনা করবে সেই নিয়ে জানার জন্য এই বিশেষ সেমিনারের আয়োজন করে আরামবাগ মহাকুমা প্রশাসন।
ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পেশা নিয়ে পরিকল্পনা উদ্বুদ্ধ করতে কয়েক বছর ধরে আরামবাগ মহকুমা প্রশাসন এবং জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন বিষয়ে আলোচনার আয়োজন হচ্ছে। সোমবার আরামবাগের রবীন্দ্রভবনে মহাকাশ বিজ্ঞান শিক্ষা ও কর্মজগতের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা আয়োজিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কলকাতা রিজিয়নের রিমোট সেন্টিং সেন্টারে দুই বিজ্ঞানী আরতি পাল এবং প্রবীর কুমার দাস। দৈনন্দিন জীবনে মহাকাশ বিজ্ঞান কতটা কাজের এবং ছাত্র-ছাত্রীরা কীভাবে মহাকাশ বিজ্ঞানকে পেশা হিসেবে বেছে নিতে পারে তার নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয় সেই সম্বন্ধে সুচারু ধারণা দেন বিজ্ঞানীরা।
advertisement
advertisement
এই বিশেষ আলোচনায় আরামবাগ মহাকুমার ২৮ টি স্কুলের ৩০০-রও বেশি ছাত্রছাত্রী উপস্থিত ছিল। ছাত্রছাত্রীরা কীভাবে মহাকাশ গবেষণাকে নিজের পেশা হিসেবে বেছে নেবে এবং এই পেশায় আসতে গেলে কি কি প্রয়োজন সেই বিষয়ক ধারণা তাদেরকে প্রদান করা হয় এই বিশেষ সভা থেকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে আরামবাগ কর্ম বিনিয়োগ কেন্দ্রের উপ-অধিকর্তা জানান, গত বছর ৩১ জুলাই ছাত্রছাত্রীদের নিয়ে ইসরোর কলকাতা সেন্টারে শিক্ষামূলক ভ্রমণ করানো হয়েছিল। সেই সময় ছাত্র-ছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ এবং উৎসাহের বিকাশ ঘটানোর লক্ষ্যে আজ আবারও নতুন করেই সেমিনারের আয়োজন।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সহজেই কীভাবে হওয়া যাবে মহাকাশ বিজ্ঞানী! হুগলিতে পাঠ দিয়ে গেলেন ইসরোর বিজ্ঞানীরা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement