দুর্গাপুরের দুপচুরিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষ মনু। তিনি বিভিন্ন সময়ে নিত্য নতুন ধরণের জিনিস তৈরি করে সকলকে চমকে দেন। কখনও তিনি তৈরি করেছেন চন্দ্রযান, কখনও আবার বিস্কুট ব্যবহার করে তৈরি করে ফেলেছেন রাম মন্দির। বিশ্বকাপ জয়ের আনন্দেও নিজের শিল্পী স্বত্ত্বা ফুটিয়ে তুলেছেন তিনি। যাঁর নেতৃত্বে ভারতীয় দলের বিশ্বকাপ জয় হয়েছে, তাঁকে সম্মান জানাতেই তৈরি করেছেন রোহিত শর্মার একটি ছবি।
advertisement
আরও পড়ুন – Resort In Jalpaiguri: গভীর রাত, রিসর্টের গেটে ও কে! গায়ে কাঁটা দেওয়া ভিডিও
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ছবি তৈরি করেছেন অন্যরকম ভাবে। রোহিত শর্মার ছবির জন্য তিনি কোনওরকম রংয়ের ব্যবহার করেননি। বরং ব্যবহার করেছেন গুঁড়ো মশলার।
—- Polls module would be displayed here —-
জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের ছবি তৈরিতে তিনি ব্যবহার করেছেন জিরে গুঁড়ো। তাছাড়া ব্যবহার করেছেন বিশেষ ধরনের আঠা। আর এই দুটি জিনিস ব্যবহার করে তিনি রোহিত শর্মার একটি অনন্য ছবি তৈরি করেছেন।
ছোটন বাবু বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর আবার বিশ্বজয় করেছে ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্ত গোটা দেশের কাছে গর্বের এবং আনন্দের। যে আনন্দ প্রকশ করেছেন দেশের প্রত্যেকটি মানুষ। তিনিও ভীষণভাবে খুশি ভারতীয় দলের এই সাফল্যে। আর সেজন্যই দলের অধিনায়কের ছবি তিনি তৈরি করেছেন। কয়েক ঘণ্টা সময়ে এর মধ্যেই তিনি গুঁড়ো মশলা ব্যবহার করে তৈরি করে ফেলেছেন অধিনায়কের এই অভিনব ছবিটি।
Nayan Ghosh