TRENDING:

Howrah News: সরস্বতী নদী বাঁচাতে গ্রাম পঞ্চায়েতের হাতিয়ার এস ডব্লিউ এল এম প্রজেক্ট!

Last Updated:

অস্তিত্ব সঙ্কটে ঐতিহ্যবাহী সরস্বতী নদী, নদী বাঁচাতে কঠিন তরল বর্জ্য প্রক্রিয়াকরণ প্রজেক্ট হাতিয়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সরস্বতী নদী বাঁচাতে পঞ্চায়েতের হাতিয়ার এস ডব্লুএল এম প্রজেক্ট! এবার সাধারণ মানুষকে সবক শেখাতে বর্জ্য নিয়ে কড়া নির্দেশিকা পঞ্চায়েত এলাকায়। যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না। যেখানে সেখানে আবর্জনা ফেললেই বিপদ। এবার খাতায়-কলমে বাড়ি বাড়ি রেজিস্ট্রেশন আইডি ধরে বর্জ্য সংগ্রহ করবে পঞ্চায়েত। যত্রতত্র অন্য কোথাও ফেলতে পারবে না মানুষ। এমনই নির্দেশিকা চালু করতে চলেছে হাওড়ার সাঁকরাইল ব্লকের আন্দুল গ্রাম পঞ্চায়েত।
advertisement

ত্রিবেণী থেকে উৎপত্তি হয়ে হাওড়ার সাঁকরাইলে এসে হুগলি নদীর সঙ্গে মিশেছে সরস্বতী নদী। একসময় সরস্বতী নদীর গৌরবময় উজ্জ্বল উপস্থিতি থাকলেও বর্তমানে অস্তিত্ব সংকটে এই নদী। নদীর দুই পাড় থেকে জবরদখল করে বসতি গড়ে উঠছে। ক্রমশ সরু হয়ে আসছে নদীর বহর। সেই সঙ্গে নদীর বুকে পড়ছে যত্রতত্র আবর্জনাও। মানুষের এই কুকর্ম রুখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এবার এস ডাবলু এল এম প্রজেক্ট অর্থাৎ কঠিন তরল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাধ্যমে নদীকে স্বচ্ছ রাখার অভিযানে আন্দুল গ্রাম পঞ্চায়েত।

advertisement

আরও পড়ুন: আন্দুল সিঙ্গেল ইউজ প্লাস্টিক হাতে নিলেই বিপদ! ক্রেতা-বিক্রেতা সবাইকে দিতে হবে খেসারত

আন্দুল গ্রাম পঞ্চায়েতের সাতটি সংসদ ছুঁয়ে বয়ে গেছে সরস্বতী নদী। এবার নদীর দূষণমুক্ত করতে প্রতিটি পরিবারকে রেজিস্ট্রেশন করে আবর্জনা সংগ্রহের কর্মসূচি শুরু করছে আন্দুল গ্রাম পঞ্চায়েত। এর মাধ্যমে সম্পূর্ণরূপে নদীর বুকে আবর্জনা ফেলা বন্ধ করা সম্ভব হবে বলেই মনে করছে পঞ্চায়েত কর্তৃপক্ষ।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান তানজিলা তরফদার এবং পঞ্চায়েত সহায়ক প্রদীপ মাখাল জানান, সরস্বতী নদী বাঁচাতে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে। এবার পঞ্চায়েত কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ এর মাধ্যমে আবর্জনা নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে এলাকার কোনও অংশ থেকে বর্জ্য নদীতে না পড়ে সেই দিক গুরুত্ব দিয়ে বাড়ি বাড়ি রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরস্বতী নদী দূষণমুক্ত করা সম্ভব হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: সরস্বতী নদী বাঁচাতে গ্রাম পঞ্চায়েতের হাতিয়ার এস ডব্লিউ এল এম প্রজেক্ট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল