Plastic ban: আন্দুল সিঙ্গেল ইউজ প্লাস্টিক হাতে নিলেই বিপদ! ক্রেতা-বিক্রেতা সবাইকে দিতে হবে খেসারত
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Plastic ban: আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক হাতে নিলেই বিপদ, নিষিদ্ধ এই প্লাস্টিক হাতে থাকলে ৫০০ টাকা জরিমানা এবং আইনি জটিলতায় পড়তে হতে পারে, ১০ই জুন থেকে শুরু হয়েছে এই নিয়ম।
হাওড়া: আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার প্লাস্টিক হাতে ঘুরলেই পড়তে পারেন বিপদে! দিন-রাত নজরদারি পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই বেশ কিছু ক্রেতা-বিক্রেতা নির্দেশিকা অমান্য করায় তাদের গুণতে হয়েছে ভুলের মাশুল। পঞ্চায়েতের কঠোর নির্দেশিকা, ৭৫ মাইক্রন এর কম ঘনত্বের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করলেই বিপদ। একটানা কয়েকদিন নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বর্জনের বার্তা। তারপর গত ১০ই জুন থেকে নির্দেশিকা কার্যকর করা হয়েছে এলাকায়।
advertisement
advertisement
সরকারিভাবে ব্যবহারে নির্দেশিকা থাকলেও প্রায় সর্বত্র নিষিদ্ধ এই প্লাস্টিক ব্যবহার হচ্ছে রমরমিয়ে। মারাত্মকভাবে পরিবেশে দূষণকারী প্রভাব ফেলছে এই প্লাস্টিক, তবুও সমাজের প্রায় সর্বস্তরের মানুষ জীবন থেকে এই নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করতে পারছেন না। তবে হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েত করে দেখিয়েছে বলা যেতে পারে। কড়া আইন করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ছাড়াই জিনিস কেনা-বেচায় অভ্যস্ত করছে। পরিবেশ রক্ষা এবং বর্ষায় জল নিকাশি সমস্যা দূর করতে নিষিদ্ধ প্লাস্টিক নিয়ে কড়া পদক্ষেপ হাওড়ার আন্দুল পঞ্চায়েতের।
advertisement
বছরের পর বছর মাটির সঙ্গে মিশে থাকছে, এই প্লাস্টিক মাটিতে চাপা পড়ে থাকলেও নষ্ট হচ্ছে না। ফলে মাটির ভিতরে জল প্রবেশ করতে বাধা দিচ্ছে এই প্লাস্টিক। খাল বিল পুকুরে প্লাস্টিক পড়ে জলজ প্রাণীদের জীবনহানির মত ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে এই প্লাস্টিক খাল নালায় আটকে নিকাশি পথ বন্ধ করছে। সমস্ত দিক গুরুত্ব দিয়ে এবার আন্দুল গ্রাম পঞ্চায়েত নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। অল্প দিনেই মিলেছে সুফল, মানুষ প্লাস্টিক ছেড়ে, প্রয়োজনে ব্যাগ ও বিভিন্ন পাত্র নিয়ে বাজারে আসছেন।
advertisement
আন্দুল পঞ্চায়েত প্রধান তানজিলা তরফদার জানান, চলতি বছরের ১০ই জুন থেকে আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকার বাজার ও পাড়ার দোকান সর্বত্রই মানুষকে সচেতন করা হয়েছে। যাতে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকেন সাধারণ মানুষ। ক্রেতা অথবা বিক্রেতা নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা এবং সেই ব্যক্তির বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা। মাঝেমধ্যেই স্থানীয় পঞ্চায়েত বিডিও এবং সাঁকরাইল থানার পক্ষ থেকে অভিযান। এছাড়াও পঞ্চায়েত কর্মীরা বিভিন্ন সময়ে বাজার-দোকানে ঢুঁ মারছেন প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 12:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Plastic ban: আন্দুল সিঙ্গেল ইউজ প্লাস্টিক হাতে নিলেই বিপদ! ক্রেতা-বিক্রেতা সবাইকে দিতে হবে খেসারত