INS Arnala: মুহূর্তে ধ্বংস হবে চিনা ডুবোজাহাজ, কাঁপবে বাংলাদেশও! নৌসেনার হাতে এল কলকাতায় তৈরি ভয়ঙ্কর অস্ত্র

Last Updated:
Indian Navy: বঙ্গোপসাগরে চিনা ডুবোজাহাজের গতিবিধি মাঝেমাঝেই চিন্তায় রাখে ভারতকে। এবার সেই সমস্যা খানিক সমাধান করে ফেলল ভারতের নৌসেনা। সাগরে ভাসল কলকাতায় তৈরি হওয়া ভয়ঙ্কর অস্ত্র।
1/5
বঙ্গোপসাগরে চিনা ডুবোজাহাজের গতিবিধি মাঝেমাঝেই চিন্তায় রাখে ভারতকে। এবার সেই সমস্যা খানিক সমাধান করে ফেলল ভারতের নৌসেনা। Image: X
বঙ্গোপসাগরে চিনা ডুবোজাহাজের গতিবিধি মাঝেমাঝেই চিন্তায় রাখে ভারতকে। এবার সেই সমস্যা খানিক সমাধান করে ফেলল ভারতের নৌসেনা। Image: X
advertisement
2/5
বঙ্গোপসাগরে ভাসল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ ধ্বংসকারী রণতরী আইএনএস আর্নালা। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাপত্তনমের নৌসেনার ঘাঁটিতে সেনায় যুক্ত হল এই যুদ্ধজাহাজ। Image: X
বঙ্গোপসাগরে ভাসল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ ধ্বংসকারী রণতরী আইএনএস আর্নালা। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাপত্তনমের নৌসেনার ঘাঁটিতে সেনায় যুক্ত হল এই যুদ্ধজাহাজ। Image: X
advertisement
3/5
সংবাদমাধ্যম সূত্রে খবর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে মায়ানমার উপকূলবর্তী এলাকায় চোখ রাঙাচ্ছে চিন। চিনা পরমাণু চালিত ডুবোজাহাজের উপর নজরদারি করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই আইএনএস আর্নালায়। Image: X
সংবাদমাধ্যম সূত্রে খবর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে মায়ানমার উপকূলবর্তী এলাকায় চোখ রাঙাচ্ছে চিন। চিনা পরমাণু চালিত ডুবোজাহাজের উপর নজরদারি করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই আইএনএস আর্নালায়। Image: X
advertisement
4/5
এই জাহাজটি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রসঙ্গত, কর্ভেট শ্রেণির এমন যুদ্ধজাহাজ এই প্রথম ভারতে তৈরি হল।
এই জাহাজটি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রসঙ্গত, কর্ভেট শ্রেণির এমন যুদ্ধজাহাজ এই প্রথম ভারতে তৈরি হল।
advertisement
5/5
এই জাহাজটির দৈর্ঘ ৭৭.৬ মিটার, ওজন ১৪৯০ টন। এতে ৭ জন আধিকারিক এবং ৫০ জন নাবিকের থাকার ব্যবস্থা রয়েছে। আর্নালা নজরদারির পাশাপাশি আক্রমণও শানাতে পারে। লাইটওয়েট টর্পেডো এবং ASW রকেট থাকবে এই জাহাজে।
এই জাহাজটির দৈর্ঘ ৭৭.৬ মিটার, ওজন ১৪৯০ টন। এতে ৭ জন আধিকারিক এবং ৫০ জন নাবিকের থাকার ব্যবস্থা রয়েছে। আর্নালা নজরদারির পাশাপাশি আক্রমণও শানাতে পারে। লাইটওয়েট টর্পেডো এবং ASW রকেট থাকবে এই জাহাজে।
advertisement
advertisement
advertisement