শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষেই রিষড়ার ওই মিষ্টির দোকানে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য় বিশেষ সন্দেশ তৈরির বরাত দেয় বিজেপি নেতৃত্ব। সেই মতো ক্ষীর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের আদলে প্রায় দেড় থেকে দু' কেজির একটি সন্দেশও তৈরি করা হয়।
advertisement
আরও পড়ুন: বন্দে ভারতের টিকিট রিজার্ভেশন শুরু, কয়েক ঘণ্টাতেই ভর্তি অর্ধেক আসন
কিন্তু মাতৃ বিয়োগের কারণে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিল হয়। সশরীরে হাজির না হলেও ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন নরেন্দ্র মোদি। কিন্তু প্রধানমন্ত্রী না আসায় তাঁর জন্য় তৈরি বন্দে ভারত সন্দেশও আর নেওয়ার আগ্রহ দেখাননি বিজেপি নেতৃত্ব। আপাতত তা রিষড়ার ওই মিষ্টি বিপণীতে সাজিয়ে রাখা হয়েছে। ফলে কিছুটা হলেও মন খারাপ ওই মিষ্টির দোকানের মালিক এবং কর্মীদের।
আরও পড়ুন: বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান, মঞ্চেই উঠলেন না মমতা
প্রধানমন্ত্রীর জন্য় তৈরি করা বন্দে ভারত সন্দেশ আপাতত দোকানেই সাজিয়ে রাখা হবে বলে ঠিক করেছেন কর্তৃপক্ষ। মিষ্টি বিপণীর অন্য়তম কর্ণধার অমিতাভ মোদক জানিয়েছেন, ছোট সাইজের বন্দে ভারত সন্দেশও দোকানে বিক্রি করা হবে। যা কিনে খেতে পারবেন ক্রেতারা।
তবে এই প্রথম নয়। এর আগে দুরন্ত এক্সপ্রেস চালু হওয়ার সময়ও তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ওই ট্রেনের আদলে সন্দেশ তৈরি করে উপহার দেওয়া হয়েছিল রিষড়ার এই মিষ্টি বিপণীর পক্ষ থেকে।