Howrah NJP Vande Bharat Express ticket: বন্দে ভারতের টিকিট রিজার্ভেশন শুরু, কয়েক ঘণ্টাতেই ভর্তি অর্ধেক আসন

Last Updated:
আজ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।
1/9
শুরু হয়ে গেল হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট রিজার্ভেশন। বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে যাত্রীদের জন্য় আসন সংরক্ষণের ব্য়বস্থা খুলে দেয় রেল।
শুরু হয়ে গেল হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট রিজার্ভেশন। বৃহস্পতিবার রাত বারোটার পর থেকে যাত্রীদের জন্য় আসন সংরক্ষণের ব্য়বস্থা খুলে দেয় রেল।
advertisement
2/9
বন্দে ভারতের টিকিট সংরক্ষণ শুরু হতেই যাত্রীদের থেকে ব্য়াপক সাড়া পাওয়া গিয়েছে। প্রথম কয়েক ঘণ্টাতেই অর্ধেক আসন সংরক্ষণ হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর।
বন্দে ভারতের টিকিট সংরক্ষণ শুরু হতেই যাত্রীদের থেকে ব্য়াপক সাড়া পাওয়া গিয়েছে। প্রথম কয়েক ঘণ্টাতেই অর্ধেক আসন সংরক্ষণ হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর।
advertisement
3/9
আজ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।
আজ হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।
advertisement
4/9
ইতিমধ্য়েই রেল জানিয়েছে, হাওড়া এবং এনজেপি-র মধ্য়ে তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত। সেগুলি হল বোলপুর, মালদহ এবং বিহারের বারসই।
ইতিমধ্য়েই রেল জানিয়েছে, হাওড়া এবং এনজেপি-র মধ্য়ে তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত। সেগুলি হল বোলপুর, মালদহ এবং বিহারের বারসই।
advertisement
5/9
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চেয়ার কারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া ১৫৪৩ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ২৮০৩ টাকা।
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চেয়ার কারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া ১৫৪৩ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ২৮০৩ টাকা।
advertisement
6/9
এর পাশাপাশি চেয়ার কারে হাওড়া থেকে বোলপুরের ভাড়া ৬২৮ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১১৫০ টাকা।
এর পাশাপাশি চেয়ার কারে হাওড়া থেকে বোলপুরের ভাড়া ৬২৮ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১১৫০ টাকা।
advertisement
7/9
চেয়ার কারে হাওড়া- মালদহ ভাড়া ৯২৯ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১৭৫৩ টাকা।
চেয়ার কারে হাওড়া- মালদহ ভাড়া ৯২৯ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১৭৫৩ টাকা।
advertisement
8/9
বুধবার বাদে সপ্তাহে রোজই চলবে ট্রেনটি। বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়ার সঙ্গেই খাবারের দামও ধরা থাকবে বলে জানিয়েছিল রেল।
বুধবার বাদে সপ্তাহে রোজই চলবে ট্রেনটি। বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়ার সঙ্গেই খাবারের দামও ধরা থাকবে বলে জানিয়েছিল রেল।
advertisement
9/9
রেলের দেওয়া তথ্য় অনুযায়ী, শৌনক দাস নামে এক যাত্রী হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম টিকিটটি বুক করেন।
রেলের দেওয়া তথ্য় অনুযায়ী, শৌনক দাস নামে এক যাত্রী হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম টিকিটটি বুক করেন।
advertisement
advertisement
advertisement