বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান, মঞ্চেই উঠলেন না মমতা
- Published by:Suvam Mukherjee
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কিন্তু তার পরেও তিনি মূল মঞ্চে আর ওঠেননি।
#হাওড়া: হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই জয় শ্রী রাম স্লোগান দিতে দেখা যায়। সেই সময়ে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল।
মূলত ২৩ নম্বর প্লাটফর্মের দিক থেকে স্লোগান আসতে থাকে। পরে আর মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। এদিন হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস ২২ নম্বর প্লাটফর্ম থেকে উদ্বোধন করা হচ্ছিল। উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রীকে দেখা মাত্র জয় শ্রী রাম স্লোগান শুরু হয়। শেষে বিষয়টিতে হস্তক্ষেপ করতে দেখা যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে।
২৩ নম্বর প্লাটফর্মে থাকা বিজেপি বিধায়কদের দিতে হাত দেখিয়ে থামতে বলেন তিনি। ২৩ নম্বর প্লাটফর্ম থেকেই স্লোগান আসতে থাকছিল। এর জেরে মূল মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশে একটি চেয়ারে বসে রইলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কিন্তু তার পরেও তিনি মূল মঞ্চে আর ওঠেননি।
advertisement
advertisement
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু মায়ের মৃত্যু সংবাদ শুনে আহমেদাবাদ চলে যান তিনি। পরে অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাতৃবিয়োগের কথা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "এটা অপূরণীয় ক্ষতি। ভগবান আপনাকে শক্তি দিক। আমি অনুরোধ করছি অনুষ্ঠান দ্রুত শেষ করে দিন। আমি খুব খুশি আমার স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রাষ্ট্রপতি প্রতিভ পাতিলকে এনেছিলাম। শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম অনেক কাজ করেছেন। আমি আজ খুশি যে আপনি আজ এটার উদ্বোধন করছেন। আমি আনন্দিত, আর একটা নতুন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।"
advertisement
আরও পড়ুন, মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর, তবু 'কর্মে' বিরতি নয়! ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে থাকবেন মোদি
যদিও স্লোগান বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকে নিশানা করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বাচ্চাদের মতো আচরণ করছেন, অনেক পাপ করেছেন। তাই রাম স্লোগান সহ্য হয় না।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 12:22 PM IST