বুধবার রামনবমী সারাদেশ জুড়েই পূজা অর্চনা, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপন হয়। তবে রামনবমীর আগের দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রামনগর উৎসবের শুরু হল চণ্ডীপুরের গুড়গ্রাম এলাকায়। গুড়গ্রাম রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে রামনবমী উৎসবের আয়োজন করা হয়েছে।
রামনবমীর দিন শ্রী রামের পুজো অর্চনার পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন উদ্যোক্তারা। রামনবমীর আগের দিন এই শোভাযাত্রা হয়। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত কুইলি মোড় থেকে গুড়গ্রাম হাইস্কুল ফুটবল মাঠ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করে এলাকার হাজার হাজার মানুষজন।
advertisement
আরও পড়ুন: ভোট আসে যায় তবে বদলায় না তাঁদের জীবন! কী দাবি পরিযায়ী ইটভাটার শ্রমিকদের?
গুড়গ্রাম রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে রামনবমী উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও ওই শোভাযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে পায়ে হাঁটেন।
রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘রামনবমীর উপলক্ষে গোটা দেশ সেজে উঠেছে। শ্রীরামের পুজো, হোম যজ্ঞ শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মাধ্যমে রামনবমী উদযাপন হবে। এই রামনবমী উপলক্ষে সাধারণ মানুষের উচ্ছ্বাস ধরা পড়েছে। শোভাযাত্রা দেখতে বাড়ির ছাদ বা জানালা থেকেও বাড়ির মা বোনেরা ও বাচ্চা ছেলেমেয়েরা উঁকি দিয়েছে। সর্বত্রই শ্রীরামের প্রতি ভক্তি উচ্ছ্বাস ধরা পড়েছে।’’
প্রসঙ্গত, গুড়গ্রাম রামনবমী উৎসব উদযাপন কমিটির রামনবমী উৎসব উদযাপন চার বছরে পড়ল। তাদের এই শোভাযাত্রায় সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। বুধবার রামনবমীর দিন শ্রীরামচন্দ্রের পুজোর পাশাপাশি হোম যজ্ঞের আয়োজন করেছে আয়োজকেরা। এর পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যে বিতরণ হবে রামনবমীর প্রসাদও।
সৈকত শী