TRENDING:

‘কাঁথি লোকসভা কেন্দ্র ২ লক্ষেরও বেশি ভোটে জিতিয়ে মোদিজিকে উপহার দেব...’ চ্যালেঞ্জ শুভেন্দুর

Last Updated:

‘‘আদালতের নির্দেশও মানছে না প্রশাসন। এদের পরিণতি যা হবে ... !’’ তোপ শুভেন্দুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কাঁথি:  ‘‘ও তো ৯টা জেলা থেকে জোর করে লোক নিয়ে এসে সভা করেছিল, আমি শুধু কাঁথি লোকসভার মানুষকে এনে সভা করে দেখাব, দেখবেন মানুষের স্বতঃস্ফূর্ততা কাকে বলে।’’ আজ, বুধবার নিজের হোম টাউন কাঁথিতে জনসভার আগে ঠিক এই ভাষাতেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
‘কাঁথি লোকসভা কেন্দ্র ২ লক্ষেরও বেশি ভোটে জিতিয়ে মোদিজিকে উপহার দেব...’ চ্যালেঞ্জ শুভেন্দুর
‘কাঁথি লোকসভা কেন্দ্র ২ লক্ষেরও বেশি ভোটে জিতিয়ে মোদিজিকে উপহার দেব...’ চ্যালেঞ্জ শুভেন্দুর
advertisement

রাজ্য সরকার তথা  শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু এও বলেন, ‘‘ সভা করার ক্ষেত্রে আদালতের অনুমতির পরেও এখানকার দলদাস প্রশাসনের মহকুমাশাসক সভাতে মাইক ব্যবহারের জন্য সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুমতি দিয়েছিল। আমরা ফের আদালতের দ্বারস্থ হয়েছিলাম। সন্ধ্যা ৬টা পর্যন্ত সেই অনুমতি মিলেছে। এই তো প্রশাসনের অবস্থা। আদালতের নির্দেশের পরও কোথায় ফাঁক আছে তা খোঁজার চেষ্টা করা হয়। এদের পরিণতি যা হবে, তা নিজেরাও জানে না।’’

advertisement

আরও পড়ুন- দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত, আবাস যোজনার ১৭ দফা গাইডলাইন আজ প্রকাশ্যে আনবেন শুভেন্দু

রীতিমতো চ্যালেঞ্জের সুরে শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘আমি এটাও বলে রাখছি, আগামী লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে দু’লক্ষেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে জিতিয়ে নরেন্দ্র মোদিজিকে এই কেন্দ্র উপহার দেব।’’

advertisement

বলা বাহুল্য, চলতি ডিসেম্বর মাসের ৩ তারিখ কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবারকে নিশানা করেই একের পর এক অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ ৷ এদিনই অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে সভা করেছিলেন শুভেন্দুও। নিশানা করেন অভিষেককে। এবার সেই কাঁথি থেকেই অভিষেকের অভিযোগ এবং কটাক্ষের পাল্টা জবাব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

আরও পড়ুন- ‘একজন ডাকাতকে বাঁচাতে সরকার পুলিশকে দিয়ে যা করল তার পরিণতি ভয়ঙ্কর হবে’: শুভেন্দু অধিকারী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ, বুধবার কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে শুভেন্দু অধিকারীর জনসভা ঘিরে রাজনীতির পারদ চড়ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ বিজেপি ৷ বিশেষত বিরোধী দলনেতার খাসতালুকে অভিষেকের তোলা অভিযোগের জবাব না দিলে জনমানসে ভুল বার্তা যেতে পারে বলেই মত গেরুয়া শিবিরের ৷ সেই কারণেই কার্যত পাল্টা সভার আয়োজন।মত রাজনৈতিক বিশ্লেষকদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘কাঁথি লোকসভা কেন্দ্র ২ লক্ষেরও বেশি ভোটে জিতিয়ে মোদিজিকে উপহার দেব...’ চ্যালেঞ্জ শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল