পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুভেন্দু বলেন, 'উনি সব জায়গাতেই বলছেন আমি ফাঁসি কাঠে ঝুলব', এতই যদি সাহস থাকে তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলে আদালতের দ্বারস্থ হচ্ছেন কেন, যান না জিজ্ঞাসাবাদের সম্মুখীন হোন'। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পেয়ে না যাওয়া মানেই ডাল মে কুছ কালা হয়'। অভিষেকের নাম না করে কার্যত তাঁকেই ইঙ্গিত করে এদিন শুভেন্দু এও মন্তব্য করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
advertisement
একইসঙ্গে শাসক দলকে তীব্র আক্রমণ করে বর্ধমানের সভামঞ্চ থেকে দুর্নীতির প্রশ্নে শুভেন্দুর সুর ছিল এদিন সপ্তমে। সর্বক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়ে তৃণমূলের বিকল্প যে একমাত্র বিজেপি এবং এ রাজ্যে তাই ডবল ইঞ্জিন সরকার গঠনের ডাক দেন শুভেন্দু অধিকারী। কৃষকদের প্রতি সরকারের বঞ্চনা, ন্যায্য ফসলের মূল্য না পাওয়া, কৃষক আত্মহত্যা ও কেন্দ্রীয় বরাদ্দ সমস্ত কৃষকদের হাতে না পৌঁছানোর অভিযোগেও কৃষক সমাবেশ থেকে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ! তৎপর নবান্ন! নেওয়া হল একগুচ্ছ পদক্ষেপ
এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু। বললেন, 'রাজ্যের দুই জেলা বর্ধমান এবং বাঁকুড়া এই দুই জেলার জেলাশাসকদের স্বামীরা বেআইনি বালি কারবারের টাকা তুলে কলকাতায় পাঠায়। আমার কাছে সব তথ্য প্রমাণ আছে। সঠিক সময় পেশ করব'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী