Parking Fee || KMC: বড় খবর! পার্কিং নিয়ে পুরসভার সিদ্ধান্তে অসন্তোষ! মমতা অভিষেক কথার পরেই তৃণমূলের ট্যুইটে চমক...

Last Updated:

Parking Fee KMC: পুরসভার পার্কিং নিয়ে বহু অভিযোগ আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সে কথাই সাংবাদিকদের সামনে প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

পুরসভার পার্কিং নিয়ে শাসকদলেই অসন্তোষ
পুরসভার পার্কিং নিয়ে শাসকদলেই অসন্তোষ
কলকাতা: পুরসভার পার্কিং নিয়ে পুরসভার সিদ্ধান্তে অসন্তুষ্ট শাসক দল। অভিযোগ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই বর্ধিত পার্কিং ফি প্রত্যাহারের সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্তের কোনও নির্দেশ পাননি বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
গত এক বছর ধরে পুরসভায় বারবার বৈঠক হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পার্কিং বিষয়ে। শেষ পর্যন্ত পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে বহু বছর পর কলকাতা পুরসভার [পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্ত। নতুন হারে এই পার্কিং ফি আদায় নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
advertisement
advertisement
কিছুদিন আগে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেস। আজ শাসকদলের অন্তরে ক্ষোভ প্রকাশ্যে আসে। পুরসভার পার্কিং নিয়ে বহু অভিযোগ আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সে কথাই সাংবাদিকদের সামনে প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
কুণাল ঘোষ কলকাতা পুরসভার বর্ধিত পার্কিং ফি নিয়ে বলেন, "আমাদের নেতৃত্বের নজরে এসেছে। পুরসভা এলাকায় পার্কিংয়ের খরচ অনেকটা বেড়ে গিয়েছে। সাধারণ মানুষকে অনেকটা টাকা বাড়তি দিতে হচ্ছে। বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। এই সরকারের ইচ্ছে সাধারণ মানুষের উপর যাতে চাপ না পড়ে। ২০১১ থেকে এমন কাজ করেননি তিনি যাতে চাপ তৈরি হয়। তবে এই সিদ্ধান্তে মানুষ বিস্মিত। বিষয়টা নিয়ে কথা বলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট সিদ্ধান্ত, তার অনুমোদন সাপেক্ষে এটা হয়নি। যে স্তরেই হোক সরকার বা দল এটা অনুমোদন করে না। তিনি চান না কোনও চাপ পড়ুক। তিনি মহানগরিককে জানিয়ে দিয়েছেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করার জন্য।
advertisement
advertisement
ফিরহাদ হাকিম অবশ্য স্পষ্ট করে জানিয়ে দেন, "সংবাদমাধ্যমে এভাবে বলা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এলে প্রত্যাহার করে নেব।" তবে এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে কিছু বলেননি। তার দশ মিনিটের মধ্যেই অবশ্য এক সাংবাদিকদের ট্যুইটের পাল্টা রিটুইট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জানিয়ে দেয়, বর্ধিত পার্কিং ফি রোল ব্যাক করা হয়েছে।
advertisement
এবার এক নজরে দেখে নেওয়া যাক কতটা পার্কিং ফি বাড়ানো হয়েছে কলকাতা পৌরসভার।
১লা এপ্রিল থেকে নতুন রেটে পার্কিং ফি শহর জুড়ে।
এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় পার্কিং ফি।
advertisement
*কতটা বাড়লো পার্কিং ফি*
*বাইক /স্কুটি দু চাকার যানের জন্য*
★আগে
* প্রতি ঘণ্টায় মোটরবাইক রাখার জন্য দিতে হত ৫ টাকা।
★এখন
*প্রথম-এক-ঘণ্টায় মোটরবাইক রাখার জন্য ১০ টাকা।
* দুই ঘণ্টার জন্য দিতে হবে ২০ টাকা।
* তিন ঘণ্টার জন্য ৪০ টাকা।
* চার ঘণ্টার জন্য ৬০ টাকা।
* পাঁচ ঘণ্টার জন্য ৮০ টাকা।
advertisement
* পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলে, পরবর্তী ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা করে।
*চারচাকা গাড়ির জন্য*
★আগে..
*চারচাকা গাড়ির জন্য ঘণ্টায় ১০ টাকা পার্কিং ফি দিতে হত।
★এখন
* প্রথম এক ঘণ্টার জন্য ২০ টাকা।
* দু'ঘণ্টার জন্য ৪০ টাকা।
* তিন ঘণ্টার জন্য ৮০ টাকা।
* চার ঘণ্টার জন্য ১২০ টাকা।
* পাঁচ ঘণ্টার জন্য ১৬০ টাকা।
*পাঁচ ঘন্টার বেশি হলে ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে।
*বাস ও পণ্যবাহী গাড়ির ক্ষেত্রেও বেড়েছে পার্কিং চার্জ।*
★আগে
* ঘণ্টাপিছু পার্কিং ফি ছিল ২০ টাকা।
★এখন
* প্রথম ঘন্টার জন্য হয়েছে ৪০ টাকা।
*দু'ঘণ্টার জন্য ৮০ টাকা।
*তিন ঘন্টার জন্য ১৬০ টাকা।
* চার ঘণ্টা বাস বা লরির জন্য  ২৪০ টাকা।
* পাঁচ ঘণ্টার জন্য ৩২০টাকা।
*পাঁচ ঘণ্টার পর ঘণ্টা পিছু অতিরিক্ত ২০০ টাকা করে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Parking Fee || KMC: বড় খবর! পার্কিং নিয়ে পুরসভার সিদ্ধান্তে অসন্তোষ! মমতা অভিষেক কথার পরেই তৃণমূলের ট্যুইটে চমক...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement