Coronavirus: দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ! তৎপর নবান্ন! নেওয়া হল একগুচ্ছ পদক্ষেপ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Coronavirus: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। ইতিমধ্যেই সব রাজ্যকে কড়া সতর্কতা কেন্দ্রের। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এবার তৎপর নবান্ন।
কলকাতা: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। ইতিমধ্যেই সব রাজ্যকে কড়া সতর্কতা কেন্দ্রের। সরকারি নির্দেশে উল্লেখ করা হয়েছে যে করোনাভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জার সংক্রমণের পদ্ধতি, লক্ষণ এবং উপসর্গের ক্ষেত্রে বেশ কয়েকটি মিল রয়েছে। তাই রোগ নির্ণয়ের ক্ষেত্রে উপস্থিত চিকিৎসকদের মধ্য়ে দ্বিধা কাজ করতে পারে। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে।
এদিকে দেশজুড়ের করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এবার তৎপর নবান্ন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরই হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার জন্য যন্ত্রপাতিগুলি কি অবস্থায় রয়েছে, সব পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে নাকি যাবতীয় বিষয়ের রিভিউ করার প্রক্রিয়া শুরু করল রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
advertisement
পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করার প্রক্রিয়াও শুরু করছে রাজ্য স্বাস্থ্য দফতর। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বিভিন্ন রাজ্য বৈঠকে বসে। সেই বৈঠকে এ রাজ্যকেও সার্ভেলেন্সের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে বলা হয়।
তিন বছর পরও পিছু ছাড়েনি করোনাভাইরাস। ২০২৩ সালের মার্চ মাসে ভারতে ফের মাথাচাড়া দিয়েছে কোভিড ১৯-এর সংক্রমণ। প্রাথমিক ভাবে গুজরাত, কেরল, মহারাষ্ট্রে সংক্রমণের ঘটনা ধরা পড়লেও ক্রমশ তা ছড়িয়ে পড়ছে অন্য রাজ্যগুলিতেও।
advertisement
ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ ভাবাচ্ছে কেন্দ্রকে। বৃহস্পতিবার, ভারতে ৫,৩৩৫ টি নতুন কোভিড -১৯ করোনা পজিটিভ কেস ধরা পড়েছে৷ গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ কেস এদিন রের্কড হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে ২৫,৫৮৭ দাঁড়িয়েছে।
গত বছরের ২৫ সেপ্টেম্বর মোট ৪,৭৭৭ টি পজিটিভ কেস ধরা পড়েছিল। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় কোভিড -১৯ সুস্থতার হার ছিল ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২,৮২৬ জন রোগী সুস্থ হয়েছেন, এখন মোট সুস্থের সংখ্যা বেড়ে ৪,৪১,৮২,৫৩৮ হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 2:44 PM IST