উল্লেখযোগ্যভাবে, ১১ সেপ্টেম্বর চিনপাই শ্রী শ্রী রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় থেকে সাতটি সিলিং ফ্যান ও অন্যান্য সামগ্রী চুরি যায়। এর আগে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকা ও ২৫-৩০ ভরি সোনা গহনা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। সদাইপুর থানার অদূরে তাপাশপুরে আরও এক বাড়িতে নগদ এক লক্ষাধিক টাকা ও সোনা-রুপোর অলঙ্কার চুরির অভিযোগও ওঠে। কিন্তু কোনও ঘটনাতেই চোর ধরা পড়েনি।
advertisement
আরও পড়ুন: ট্রেন আটকে আর আন্দোলন নয়! এবার কড়া হাতে লড়বে রেল, জানুন কীভাবে চলছে প্রস্তুতি
বীরভূমের ওই গ্রামের বাসিন্দা সৌমি চক্রবর্তী জানান, “ক্রমাগত চুরির ঘটনায় আমরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। আজ সদাইপুর থানার উদ্যোগে সাতটি জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এতে গ্রামের প্রবেশ ও প্রস্থানপথে কড়া নজরদারি সম্ভব হবে। আমরা আশা করছি এতে চুরি কিছুটা হলেও কমবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে নিরাপত্তা আরও জোরদার করতে বাড়ানো হচ্ছে রাতের টহলদারি। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এই পদক্ষেপ গ্রামে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সাহায্য করবে।