Indian Railways: ট্রেন আটকে আর আন্দোলন নয়! এবার কড়া হাতে লড়বে রেল, জানুন কীভাবে চলছে প্রস্তুতি
- Published by:Madhab Das
- local18
Last Updated:
গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হলে সকলকেই সমস্যায় পড়তে হয়। আর এরই পরিস্থিতিতে ট্রেন আটকে আন্দোলন যাতে না হয় তার জন্য এবার কড়া প্রস্তুতি নিচ্ছে রেল।
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মন্ডল: রেল পরিষেবা ভারতীয় নাগরিকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো মুশকিল। প্রতিদিন রেল পরিষেবার উপর ভর করে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তরিত করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এমন একটি গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হলে সকলকেই সমস্যায় পড়তে হয়। আর এরই পরিস্থিতিতে ট্রেন আটকে আন্দোলন যাতে না হয় তার জন্য এবার কড়া প্রস্তুতি নিচ্ছে রেল।
ভারতীয় রেলের সম্প্রতি এমন প্রস্তুতি লক্ষ্য করা গিয়েছে পুরুলিয়ায়। আসলে পুরুলিয়ার কুড়মি সমাজের মানুষেরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রেল রোকো অর্থাৎ রেল অবরোধের ডাক দিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজের তরফে এই ডাক দেওয়া হয়েছে। আদিবাসী কুড়মি সমাজের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যাতে রেল পরিষেবায় কোনও ব্যাঘাত না আসে তার জন্যই এবার জোরদার প্রস্তুতি শুরু করতে দেখা গেল রেল পুলিশকে।
advertisement
আরও পড়ুন: স্বস্তির খবর! খুলে গেল কালিম্পং-দার্জিলিং সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা, হাঁফ ছেড়ে বাঁচলেন পর্যটকরা
advertisement
কুড়মি সমাজের রেল রোকোর দিন যাতে রেল পরিষেবা স্বাভাবিক রাখা যায় তারই পরিপ্রেক্ষিতে পুরুলিয়ার বিভিন্ন স্টেশনে রেল পুলিশের প্রস্তুতি এখন তুঙ্গে। ঠিক সেই রকমই রেল পুলিশের প্রস্তুতি লক্ষ্য করা গেল কুস্তাউর রেলস্টেশনে। কীভাবে আন্দোলনকারীদের আটকে রেল পরিষেবাকে সুষ্ঠুভাবে চালানো যায় তারই প্রস্তুতি চলছে।
advertisement
আরও পড়ুন: হাতির পিঠে চড়ে হত মায়ের আগমন, জমিয়ে হত খাওয়া-দাওয়া, মেলা! আর এখন কেমন হয় মেচদের দুর্গাপুজো? জানুন
প্রস্তুতি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে, রেল পুলিশরা আন্দোলনকারীদের ঠেকানোর জন্য বন্দুক হাতে মহড়ায় নেমেছেন, আবার কখনও কখনও দেখা যাচ্ছে তাদের প্রতীকী কাঁদানে গ্যাসের সেল ছুঁড়ে প্রস্তুতি নিচ্ছেন। এসব দেখে আশা করা হচ্ছে এবার আন্দোলনকারীদের প্রতিরোধ করে রেল পুলিশ রেল পরিষেবাকে যে করেই হোক সচল রাখার চেষ্টা চালাবে। তাদের এমন প্রস্তুতি দেখে মনে করা হচ্ছে, কড়া হাতেই আন্দোলনকারীদের প্রতিরোধ করতে প্রস্তুত রেল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 4:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ট্রেন আটকে আর আন্দোলন নয়! এবার কড়া হাতে লড়বে রেল, জানুন কীভাবে চলছে প্রস্তুতি