TRENDING:

বহুমূল্যের অস্ত্রোপচার নিখরচায়, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উপকৃত ঝাড়খণ্ডের দিনমজুর

Last Updated:

Suri Hospital: ঝাড়খন্ডের বিভিন্ন হাসপাতাল ঘুরেও  পরিষেবা না পেয়ে বাড়িতে থাকা চাষের কাজে লাগা দুটি গরু বিক্রি করে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করেছিলেন তাঁর পরিজনরা । সেখানে সম্ভাব্য খরচ অনেক বেশি শুনে তাঁকে ছাড়িয়ে নেন আত্মীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম স্পাইন সার্জারি সফল হল ডাক্তার নার্সদের যৌথ প্রচেষ্টায় ।  বিনামূল্যের পরিষেবায় সুফল পেলেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের এক দিনমজুর ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কয়েকদিন আগে গাছ কাটতে গিয়ে পিঠের উপর গাছের ডাল পড়ে যায় ঝাড়খন্ডের রানীশ্বর থানা এলাকার জয়তারা গ্রামের অশোল দলুই এর । দুটি পা অসাড় হয়ে পড়েছিল । ঝাড়খন্ডের বিভিন্ন হাসপাতাল ঘুরেও  পরিষেবা না পেয়ে বাড়িতে থাকা চাষের কাজে লাগা দুটি গরু বিক্রি করে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করেছিলেন তাঁর পরিজনরা । সেখানে সম্ভাব্য খরচ অনেক বেশি শুনে তাঁকে ছাড়িয়ে নেন আত্মীয়রা।

advertisement

সিউড়ি হাসপাতালেই এর পর তাঁকে ভর্তি করা হয় ।  তাঁকে পরীক্ষা করে জানা যায় যে তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙেছে বেশ কিছু জায়গায় । ডাক্তাররা সিদ্ধান্ত নেন বীরভূমের প্রথম এই স্পাইন সার্জারি করার ।  প্রায় ৮ ঘণ্টা ধরে অপারেশন হয় । যে অপারেশান বাইরে করা প্রায় ২ লক্ষ টাকা খরচ হত , সেই অপারেশান বিনা খরচে হল সিউড়িতে সরকারি হাসপাতালে । খুশি রোগীর বাড়ির আত্মীয়রা ।

advertisement

আরও পড়ুন :  ইটভাটার মজুর থেকে রাজনীতিক, নতুন বাড়ির চাবি হাতে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন বিহারের ‘দরিদ্রতম বিধায়ক’

রোগীর আত্মীয় নারায়ণ দোলুই বলেন , " সিউড়িতে এই অপারেশন হয় আমরা জানতাম না । এখন আমার দাদা সুস্থ আছে । " অর্থোপেডিক সার্জেন ডাঃ সৌরভ মুখোপাধ্যায় বলেন , " রোগীর পিঠে গাছ পড়ে মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে যায় । সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম আমরা  এই অপারেশন করলাম । আপাতত রোগী উঠে বসতে পারছেন, আশা রাখছি ধীরে ধীরে তিনি নিজের পায়েও দাঁড়াতে পারবেন । "

advertisement

আরও পড়ুন : ভাইরাল ভিডিওতে ১০ ডাউনিং স্ট্রিটে আসার আমন্ত্রণ! ঋষি সুনকের বিজয় মামার খোঁজে উত্তাল নেটদুনিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ নীলাঞ্জন মণ্ডল বলেন , " আগে যেহেতু এমন অপারেশন হয়নি তাই অপারেশনের জিনিসগুলো জোগাড় করতে একটু সময় লেগেছে । তবে অপারেশনের জন্য যন্ত্রাংশ থেকে সার্জারির দরকারি জিনিস পেতে দেরি হয়নি ।  হাসপাতালের কর্মী থেকে নার্স , ডাক্তার সবাই কাজে লেগে পড়েন । তার পরই ওই অপারেশন সফল হয় । "

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহুমূল্যের অস্ত্রোপচার নিখরচায়, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উপকৃত ঝাড়খণ্ডের দিনমজুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল