ইটভাটার মজুর থেকে রাজনীতিক, নতুন বাড়ির চাবি হাতে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন বিহারের ‘দরিদ্রতম বিধায়ক’
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Bihar MLA: নতুন বাড়ির চাবি নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রথম বারের বিধায়ক রামবৃক্ষ
পটনা : উপার্জন ও ব্যয়ের পরিসংখ্যানে বিহারের দরিদ্রতম বিধায়ক হলেন রাষ্ট্রীয় জনতা দলের রামবৃক্ষ সদা৷ সম্প্রতি তাঁকে পটনায় একটি সরকারি বাড়ি দেওয়া হল৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাত থেকে নিজের নতুন বাড়ির চাবি নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রথম বারের বিধায়ক রামবৃক্ষ৷ তাঁর দু’চোখে আনন্দাশ্রুর ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে৷
ভাইরাল ভিডিওয় বিধায়ক রামবৃক্ষ বলেছেন, ‘‘আমি বিহারের দরিদ্রতম বিধায়ক৷ একজন দরিদ্র যখনই কিছু পান, সেটা তাঁর কাছে দীপাবলির উপহার৷ এখন মুখ্যমন্ত্রী আমার হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন৷ জীবনে এরকম কোনওদিন স্বপ্নই দেখিনি৷ তাই আবেগতাড়িত হয়ে পড়েছি৷’’ আপ্লুত বিধায়কের আরও সংযোজন, ‘‘আমি মুশহর সম্প্রদায়ের৷ লালুপ্রসাদ যাদব আমাকে প্রথমে নেতা এবং পরে বিধায়ক তৈরি করেছেন৷’’
advertisement
আরও পড়ুন : ‘যথেষ্ট হয়েছে! এই গ্রামে আর একটি বিয়েও নয়!’, নোটিস দিলেন গ্রামবাসীরা
আলাউলির এই বিধায়ক এখনও খাগারিয়া এলাকায় তাঁর গ্রাম রউনে দু’ কামরার বাড়িতে থাকেন৷ এই বাড়ি তৈরি হয়েছিল ২০০৪ সালে ইন্দিরা আবাস যোজনায়৷ তফশিলি জাতির এই বিধায়ককে এ বার দেওয়া হল পটনার বীর চাঁদ পটেল পথে তিলতলা বাড়ি৷ রামবৃক্ষের মতো মোট আট বিধায়কের হাতে এই অনুষ্ঠানে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়৷
advertisement
advertisement
"हम मुसहर समाज से आते हैं! मा० @laluprasadrjd जी ने हमें नेता बनाया, MLA बनाया, देश से जोड़ा, आज उसका फल है.... अलौली के जनता मालिक को प्रणाम करते हैं!" - सुसज्जित सरकारी आवास पाकर मा० MLA श्री रामवृक्ष सदा भावुक हुए।
लालू जी ने ग़रीबों को आवाज़ दी, @yadavtejashwi जी ताकत देंगे! pic.twitter.com/JwadMWaXpf — Ejya Yadav (@EjyaYadav_RJD) October 27, 2022
advertisement
পাঁচ পুত্র ও এক কন্যার বাবা ৪৭ বছর বয়সি এই বিধায়ক জানিয়েছেন তিনি ১৯৯৫ সালে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন৷ তখন তিনি ইটভাটার শ্রমিক ছিলেন৷ এক নির্বাচনী প্রচারে ব্যস্ত লালুপ্রসাদ যাদবের সঙ্গে তিনি দেখা করে কথা বলেন৷ আরজেডি-র টিকিটে একাধিকবার পরাজয়ের পর অবশেষে তিনি বিধায়ক নির্বাচিত হন ২০২০-তে৷
advertisement
আরও পড়ুন : ভাইরাল ভিডিওতে ১০ ডাউনিং স্ট্রিটে আসার আমন্ত্রণ! ঋষি সুনকের বিজয় মামার খোঁজে উত্তাল নেটদুনিয়া
২০২০ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে হলফনামায় রামবৃক্ষ জানান তাঁর মোট ৭০ হাজার টাকার সম্পত্তি আছে৷ তার মধ্যে নগদ টাকা ২৫ হাজার এবং স্ত্রীর নামে আছে ৫ হাজার টাকা৷ এ ছাড়া ১০ হাজার টাকার কৃষিসম্পত্তিরও মালিক তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 3:32 PM IST