ইটভাটার মজুর থেকে রাজনীতিক, নতুন বাড়ির চাবি হাতে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন বিহারের ‘দরিদ্রতম বিধায়ক’

Last Updated:

Bihar MLA: নতুন বাড়ির চাবি নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রথম বারের বিধায়ক রামবৃক্ষ

নতুন বাড়ির চাবি নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রথম বারের বিধায়ক রামবৃক্ষ
নতুন বাড়ির চাবি নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রথম বারের বিধায়ক রামবৃক্ষ
পটনা : উপার্জন ও ব্যয়ের পরিসংখ্যানে বিহারের দরিদ্রতম বিধায়ক হলেন রাষ্ট্রীয় জনতা দলের রামবৃক্ষ সদা৷ সম্প্রতি তাঁকে পটনায় একটি সরকারি বাড়ি দেওয়া হল৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাত থেকে নিজের নতুন বাড়ির চাবি নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রথম বারের বিধায়ক রামবৃক্ষ৷ তাঁর দু’চোখে আনন্দাশ্রুর ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে৷
ভাইরাল ভিডিওয় বিধায়ক রামবৃক্ষ বলেছেন, ‘‘আমি বিহারের দরিদ্রতম বিধায়ক৷ একজন দরিদ্র যখনই কিছু পান, সেটা তাঁর কাছে দীপাবলির উপহার৷ এখন মুখ্যমন্ত্রী আমার হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন৷ জীবনে এরকম কোনওদিন স্বপ্নই দেখিনি৷ তাই আবেগতাড়িত হয়ে পড়েছি৷’’ আপ্লুত বিধায়কের আরও সংযোজন, ‘‘আমি মুশহর সম্প্রদায়ের৷ লালুপ্রসাদ যাদব আমাকে প্রথমে নেতা এবং পরে বিধায়ক তৈরি করেছেন৷’’
advertisement
আরও পড়ুন :  ‘যথেষ্ট হয়েছে! এই গ্রামে আর একটি বিয়েও নয়!’, নোটিস দিলেন গ্রামবাসীরা
আলাউলির এই বিধায়ক এখনও খাগারিয়া এলাকায় তাঁর গ্রাম রউনে দু’ কামরার বাড়িতে থাকেন৷ এই বাড়ি তৈরি হয়েছিল ২০০৪ সালে ইন্দিরা আবাস যোজনায়৷ তফশিলি জাতির এই বিধায়ককে এ বার দেওয়া হল পটনার বীর চাঁদ পটেল পথে তিলতলা বাড়ি৷ রামবৃক্ষের মতো মোট আট বিধায়কের হাতে এই অনুষ্ঠানে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়৷
advertisement
advertisement
advertisement
পাঁচ পুত্র ও এক কন্যার বাবা ৪৭ বছর বয়সি এই বিধায়ক জানিয়েছেন তিনি ১৯৯৫ সালে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন৷ তখন তিনি ইটভাটার শ্রমিক ছিলেন৷ এক নির্বাচনী প্রচারে ব্যস্ত লালুপ্রসাদ যাদবের সঙ্গে তিনি দেখা করে কথা বলেন৷ আরজেডি-র টিকিটে একাধিকবার পরাজয়ের পর অবশেষে তিনি বিধায়ক নির্বাচিত হন ২০২০-তে৷
advertisement
 ২০২০ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে হলফনামায় রামবৃক্ষ জানান তাঁর মোট ৭০ হাজার টাকার সম্পত্তি আছে৷ তার মধ্যে নগদ টাকা ২৫ হাজার এবং স্ত্রীর নামে আছে ৫ হাজার টাকা৷ এ ছাড়া ১০ হাজার টাকার কৃষিসম্পত্তিরও মালিক তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইটভাটার মজুর থেকে রাজনীতিক, নতুন বাড়ির চাবি হাতে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন বিহারের ‘দরিদ্রতম বিধায়ক’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement