আরও পড়ুন: পেয়ারায় বারুইপুরকে টক্কর বসিরহাটের, চাষ করে উপচে পড়ছে পকেট
প্রায় পাঁচফুটের বেশি উচ্চতার একটি পাখি। দৌড়াতে পারে প্রচন্ড গতিতে। এই দানবীয় পাখিটির নাম এমু পাখি। অস্ট্রেলিয়ার তৃণভূমিতে পাওয়া যায় এই পাখি। উচ্চতা মোটামুটি পাঁচ ফুট এবং ওজন হয় ৩৫-৪৫ কেজির মধ্যে। বাঁকুড়ার শুনুকপাহাড়িতে রয়েছে শুনুকপাহাড়ি ইকো পার্ক। এই পার্কে আগে বাস করত চার চারটি এমু পাখি। তবে সেই সংখ্যাটা এখন ঠেকেছে মাত্র একটিতে। পার্কের এবং পাখিটির দেখভাল করেন সুভাষ পাল। তিনি জানান, পাখিটি এমনিতে শান্ত শিষ্ট হলেও খাঁচায় অন্য কেউ ঢুকে পড়লেই রুদ্র মূর্তি ধারণ করে তেড়ে আসে। সেই কারণেই কেউ স্পেশাল ভিসিট করতে এলেও খোলা হয়না খাঁচার গেট।
advertisement
আরও পড়ুন: গরম পড়তেই মাছের বাজারে বদল, ইলিশ-ভেটকি ছেড়ে চারা পোনা-শিঙি’তে মজেছে বাঙালি
বাঁকুড়া-১ ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুনুকপাহাড়ির এই ইকো পার্কটি লক ডাউনের সময় থেকেই বন্ধ হয়ে পড়ে আছে। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে এখানকার পরিকাঠামো। পার্কের ভিতরে কমেছে প্রাণীর সংখ্যা। কিছু খরগোশ, পায়রা এবং একটি মাত্র এমু পাখি রয়েছে এখন।আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের প্রধান বাহামনি মুর্মু হেমব্রম জানান, সাম্প্রতিক একটি বৈঠকে পার্কটির কথা উঠেছিল। সেখানে বিডিও জানিয়েছেন আবার এটি চালু হবে।
নীলাঞ্জন ব্যানার্জী