Guava Cultivation: পেয়ারায় বারুইপুরকে টক্কর বসিরহাটের, চাষ করে উপচে পড়ছে পকেট

Last Updated:

Guava Cultivation: বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে দারুন সাফল্য পেয়েছে বসিরহাটের কৃষকরা। পেয়ারা একটি পুষ্টিকর ফল। যা খেতে খুবই সুস্বাদু, মুচমুচে ও সুমিষ্ট। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে

+
বসিরহাটের

বসিরহাটের পেয়ারা চাষ

উত্তর ২৪ পরগনা: পেয়ারা চাষে বারুইপুর বিখ্যাত এটা সকলেই জানেন। এখানকার পেয়ারার দেশজোড়া নাম আছে। কিন্তু এবার পাশের জেলার বসিরহাটের কামাল। বসিরহাটের পেয়ারাও এবার পাড়ি দেবে ভিন জেলায়।
বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে দারুন সাফল্য পেয়েছে বসিরহাটের কৃষকরা। পেয়ারা একটি পুষ্টিকর ফল। যা খেতে খুবই সুস্বাদু, মুচমুচে ও সুমিষ্ট। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভারত কৃষিভিত্তিক দেশ হলেও সম্প্রতি চিরাচরিত ঋতুভিত্তিক চাষের প্রথা ছেড়ে আধুনিক পদ্ধতিতে ফল চাষে ঝুঁকছেন অনেক কৃষক। এতে আয় হচ্ছে বেশি। পেয়ারা চাষ করে ঠিক তেমনি সুযোগ এসে গিয়েছে কৃষকদের সামনে।।বসিরহাটের বিবিপুরের কৃষক নুরুদ্দিন পাহাড় কয়েক বিঘা জমিতে পেয়ারা চাষ করে ভাল ফলন পেয়েছেন। সেই গাছ থেকে ভাল ফল পাওয়ার পর পিঞ্চিং করে নতুনভাবে গাছে ফুল আসতে শুরু করেছে।
advertisement
advertisement
অনেকেই ভাবেন, কৃষিকাজ করে ধনী হওয়া তো দূর, হয়ত গোটা বছরে লাভের মুখ‌ই দেখা যাবে না। এই ধারণাকেই ভুল প্রমাণ করে নজির গড়েছেন বসিরহাটের বিবিপুরের যুবক নুরুদ্দিন পাইক। ওই যুবক পেয়ারা চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন। উন্নত প্রাজাতির এই পেয়ারা গাছ রোপনের ৬ মাস পর থেকে প্রায় সারাবছর ফল পাওয়া যাচ্ছে। এই গাছগুলোয় প্রায় ৫ বছর একটানা ফল পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে উৎপাদিত এই পেয়ারা এবার ভিন জেলায় পাড়ি দেবে।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Guava Cultivation: পেয়ারায় বারুইপুরকে টক্কর বসিরহাটের, চাষ করে উপচে পড়ছে পকেট
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement