আরও পড়ুন: যে কোনও প্রতিযোগিতায় সফল হওয়া অভ্যাসে পরিণত করে ফেলেছে নবদ্বীপের আয়ুশ ভৌমিক
তিনি বলেন, জমি দেখা হয়েছে। অনেক কিছুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, পিকনিক স্পট সহ গেস্ট হাউসও নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ধোসা ১৪ ফোকর এলাকাটি নবগ্রাম, চালতাবেড়িয়া ও ধোসা চন্দনেশ্বর এলাকার মধ্যবর্তী। এই এলাকায় ডাবু খালের পাশে সেচ দফতরের যে জায়গা আছে, তার মধ্যে চার একর জমি প্রাথমিকভাবে এই কাজের জন্য নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘নাতি আমার স্বপ্ন পূরণ করল’! খুশিতে ভাসছেন মাধ্যমিকে সপ্তম দেবার্ঘ্যের ঠাকুমা
সূত্রের খবর, পিকনিকের জায়গা সহ মানুষের পর্যাপ্ত বসার জায়গা, শিশু উদ্যান করার চিন্তাভাবনা হয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, এই এলাকায় পিকনিক গার্ডেন করলে শীতকালে মানুষের ভিড় বাড়বে। তাতে এলাকাবাসীদের কর্মসংস্থানও হবে। বিধায়কের উদ্যোগকে সাধুবাদ জানাই।
সুমন সাহা