আরও পড়ুন: ফের বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির, আহত একাধিক
পরিবার সূত্রে খবর, পেটে সংক্রমন হওয়ায় রবিন সিং গত ১২ নভেম্বর ভর্তি হয় গৌরহাটি ই এস আই হাসপাতালে। গৌরহাটি থেকে বজবজ জগন্নাথ মেমোরিয়াল হাসপাতালে তাকে রেফার করা হয়। ১৯ তারিখ সেখানে অস্ত্রোপচার হয়। অবজারভেশনে জন্য আবার গৌরহাটিতে পাঠানো হয়। সোমবার রাত আটটায় ভর্তি করা হয়। রাত সারে এগারোটায় যুবকের পরিবারকে জানানো হয় অবস্থা খারাপ। হাসপাতালে এলে জানানো হয় আত্মহত্যা করেছে রবীন। এইচ ডি ইউ -২ বেডে ভর্তি ছিলেন যুবক। সেই বেডের পর্দা টাঙানোর অ্যালুমিয়ান বারে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় বলে দাবী কর্তব্যরত নার্স ও হাসপাতাল কর্মিদের।রোগির জন্য আয়া রাখা ছিল সেও দেখেনি বলে দাবী। এইচ ডি ইউ এর ভিতর যেখানে স্পেশাল কেয়ার থাকে সেখানে একজন রোগি কি করে আত্মহত্যা করল তা নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবার সকালে যুবকের পরিবার ও এলাকাবাসী হাসপাতালে জড়োহয়।উত্তেজনা ছড়ায়।গাফিলতির অভিযোগ ওঠে গোটা ঘটনায়। তদন্ত দাবী মৃতের পরিবারের।
advertisement
আরও পড়ুন: হ্যাম রেডিওর প্রয়োজনিয়তা ও ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কলেজ পড়ুয়াদের
এই বিষয়ে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার রাজর্ষী আঁশ বলেন, গোটা ঘটনায় কিভাবে মৃত্যু হয়েছে এখনই তা স্পষ্ট করে বলা যাবে না দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। হাসপাতালের তরফ থেকে কোন গাফিলতি নেই এমনটাই জানিয়েছেন তিনি। তবে পুরো বিষয়ে তদন্ত হবে সেই আশ্বাস পাওয়া গেছে তার থেকে।
ভদ্রেশ্বর পুরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান ইন কাউন্সিল প্রকাশ গোস্বামী ঘটনার খবর পেয়ে ইএসআই হাডপাতালে যান। হাসপাতালের নার্স এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন,আমার পুরসভা এলাকার বাবু বাজারের বাসিন্দা যুবক।এইচডিইউ ওয়ার্ড এর ভেতরে যেভাবে মৃত্যু হয়েছে তাতে গাফিলতি স্পস্ট। পুলিশকে বলেছি দেখতে। মৃতদেহের ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
হাসপাতালে উত্তেজনা থাকায় চন্দননগর ও ভদ্রেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়।
রাহী হালদার