আরও পড়ুন - করোনায় মা-বাবাকে হারানো শিশুদের জন্য ১০ লাখের সাহায্য, ঘোষণা করলেন মোদি
পরিবারের তরফ থেকে খবর পাওয়া গিয়েছে, ২৮ তারিখ শেষ বারের মতো পরিবারের সঙ্গে কথা হয়েছিল দীপেশের। তিনি জানিয়েছিলেন, ওই পর্যটক দলের বাবাই দে নামে এক ব্যক্তিকে নিয়ে কে নিয়ে তিনি ঘুরতে বেরিয়েছিলেন, তার পর পথ চলতে চলতে ঘন জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন তাঁরা, পথ হারিয়ে গিয়েছে। কিছু চিনতে পারছেন না। বাড়ির লোকেদের বলেন অন্য পর্যটকদের ফোন করেও পাচ্ছেন না, তাই তাঁরা যেন ফোন করে তাঁকে উদ্ধার করতে বলেন। যাতে বলেন, স্থানীয় মানুষের সাহায্যে যেন তাঁকে বার করে আনা হয়।
advertisement
আরও পড়ুন: একশো দিনের কর্মীদের জন্য তৎপর রাজ্য, বড় নির্দেশ দিলেন মুখ্যসচিব
ওই শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা হয় তাদের, তারপর থেকে ফোনে আর পাচ্ছে না পরিবার, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা, প্রশাসনের পক্ষ থেকে সে ভাবে সাহায্য পাননি বলেই অভিযোগ পরিবারের। সোমবার সকালে এই দুই পরিবারের মধ্যেই তাই দেখা গিয়েছে প্রবল দুশ্চিন্তার আনাগোনা। তাঁদের দিন কাটছে আশঙ্কার মধ্যে। কারণ ওই বিপদের পর থেকে আর তাঁরা যোগাযোগ করে উঠতে পারেননি। দুই পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ তাদের বাড়ির লোককে সরকার যে ভাবেই হোক ফিরিয়ে আনুক প্রশাসন। ।