TRENDING:

বাড়িতে পুজো করার সময় মমতাও 'জয় শ্রীরাম' বলেন, দাবি সুব্রতর

Last Updated:

জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতাকে বার বার অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: ভোট শেষ হতে হতে মমতা বন্দ্যোপাধ্যায়ও জয় শ্রীরাম বলবেন৷ এ দিন কোচবিহারের সভা থেকে এমনই দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁর দাবি, মমতাও রামের নামে ধ্বনি দেন, কিন্তু সেটা বাড়িতে নিজের ঠাকুর ঘরে৷
advertisement

মেদিনীপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুব্রত বলেন, 'জয় শ্রীরাম উনি বলেন না তা নয়, বাড়িতে বলেন৷ যেখানে ঠাকুর আছেন সেখানে বলেন৷ উনি যখন স্লোগান দেন তখন শ্রীরামকে নামিয়ে নিয়ে আসেন না৷ মিটিংয়ে বা বক্তৃতার মঞ্চে শ্রীরামকে নিয়ে আসেন না, এটাই তফাত৷ উনি যখন বাড়িতে পুজো করেন, তখন রামকেও পুজো করেন৷'

জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতাকে বার বার অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে বিজেপি৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্কেরও পরও সেই কৌশল থেকে সরতে নারাজ বিজেপি নেতৃত্ব৷ এ দিন কোচবিহারের সভা থেকেও ফের একবার জয় শ্রীরাম বললেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেগে যাচ্ছেন, সেই প্রশ্ন তোলেন অমিত শাহ৷ তিনি বলেন, বাংলায় জয় শ্রীরাম বলা যাবে না তো কি পাকিস্তানে গিয়ে বলতে হবে? বিশ্বের কোটি কোটি মানুষ জয় শ্রীরাম বলে গর্বিত বোধ করেন৷ কিন্তু আমাদের দিদির তো বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করতে হবে৷ তাই জয় শ্রীরাম শুনলেই তিনি রেগে যাচ্ছেন৷ তাহলে কি অন্য সম্প্রদায়ের মানুষ ভোটার নন? তবে আমি আপনাদের কথা দিচ্ছি, ভোট শেষ হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও জয় শ্রীরাম বলবেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

একা অমিত শাহ নন. সম্প্রতি রাজ্যে এসে একই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডাও৷ জয় শ্রীরাম স্লোগানে মমতার আপত্তি রয়েছে, এই দাবিকে হাতিয়ার করে ভোট ব্যাঙ্কের মেরুকরণ করাই বিজেপি-র উদ্দেশ্য৷ পাল্টা তৃণমূল নেতাদের দাবি, জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে ধর্মীয় যোগ রয়েছে, রাজনৈতিক স্বার্থে এর ব্যবহার করা ঠিক নয়৷ অভিজ্ঞ রাজনীতিক সুুব্রতও প্রমাণের চেষ্টা করলেন, জয় শ্রীরাম বলতে মমতার কোনও আপত্তি নেই৷ আপত্তি এর অপব্যবহারে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে পুজো করার সময় মমতাও 'জয় শ্রীরাম' বলেন, দাবি সুব্রতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল