আরও পড়ুন: কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ, জেলার চাষীরা হয়ে উঠবেন স্মার্ট কৃষক
মূলত দুর্যোগ এলে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে ও অন্যান্যদের রক্ষা করতে হবে মূলত এই বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে।বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের হাতে বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রাথমিক পর্যায়ের সরঞ্জাম তুলে দেয় ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের আধিকারিকরা জানান, “যেভাবে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হানা দিচ্ছে প্রত্যন্ত এলাকাগুলিতে তা বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে কিভাবে সচেতন করতে হবে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে এই বিশেষ প্রশিক্ষক শিবিরের আয়োজন করা হয়।”
advertisement
আরও পড়ুন: দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী থেকে পথচারী, গোঘাট বাসস্ট্যান্ডে বেহাল অবস্থা
আগামী দিনে এইরকম প্রশিক্ষণ শিবির বিভিন্ন স্কুলগুলিতে চালানো হবে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির আধিকারিক জানিয়েছেন প্রাকৃতিক বিপর্যয় এলে কিভাবে নিজেদের ও এলাকাবাসীদের রক্ষা করব সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির করেন প্রশাসনের আধিকারিকেরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শিক্ষার হাত ধরেই ভবিষ্যতের বিপর্যয়ের মোকাবিলা করতে সচেষ্ট হচ্ছে প্রশাসন।
Suvojit Ghosh