শেষ হল উচ্চ মাধ্যমিক। সোমবার উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের বায়োলজি পরীক্ষা ছিল। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ২০২৫-এ পুজোর আগেই শুরু হল। কারণ, এ বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে। সেই পরীক্ষা শেষেই ছাত্রদের এহেন উল্লাস। গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাত্র বক্সে বাজতে থাকা উচ্চস্বরে গানের তালে নাচছে। কেউ আবার গাড়ির দরজার বাইরে অর্ধেক ঝুলে প্রাণের ঝুঁকি নিয়ে উচ্ছ্বাসে মেতেছে। এদিকে আরেকটি গাড়ির ভিতরে সাদা জামা-পাজামা পরিহিত কয়েকজন ছাত্রীকেও হাত নেড়ে, লাফিয়ে আনন্দে মাততে দেখা যায়। রাস্তার দু’ধারে বইয়ের ছেঁড়া পাতা। গাড়ির গতিবেগ ও ছাত্রদের ঝুঁকিপূর্ণ কাণ্ড দেখে অনেকেই ভয় পান যে মুহূর্তের মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
advertisement
ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। অভিভাবকরা জানান,পরীক্ষা শেষে আনন্দ করা দোষের নয়, কিন্তু এভাবে রাস্তায় বেপরোয়া উচ্ছৃঙ্খলতা জীবনহানির কারণ হতে পারে। নেটিজেনরাও কড়া সমালোচনায় সরব।