প্রাকৃতিক দুর্যোগ এলে আরও দায়িত্ব বেড়ে যায়। কালবৈশাখী হতেই সাত সকালে স্কুলে হাজির হতে দেখা যায় তামিম, অঙ্কিতা, রাজদীপদের। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে গাছের ডাল নুয়ে পড়ছে, গোড়ায় জমেছে জল। তৎপরতার সঙ্গে বাগান পরিচর্যার দায়িত্ব পালন করতে দেখা গেল উলুবেড়িয়া বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
আরও পড়ুন: ২০০ টাকা, ৯-১০ দিনের প্রশিক্ষণেই মাত! এসে গেল আনলিমিটেড রোজগারের নতুন ব্যবসা
advertisement
ছাত্র-ছাত্রীদের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে একটি করে গাছ লাগান এবং সেই গাছে বেলুন বেঁধে রাখি পরিয়ে ছাত্রদের সঙ্গে জন্মদিন পালন হয়ে থাকে। এই রীতি মেনে স্কুলে জন্মদিনে গাছ লাগানোর উৎসব বেশ কয়েক বছর পালিত হচ্ছে। ফলে এক এক করে বিদ্যালয়ে রয়েছে কয়েকশো গাছ। বিদ্যালয় প্রাঙ্গণ আস্ত একখানা ফল-ফুলের বাগান। আবার গত বছর বিদ্যালয় প্রাঙ্গণে ভেষজ উদ্যান তৈরি করা হয়েছে। ফলে বেড়েছে আরও দায়িত্ব। লেখাপড়ার পাশাপাশি সারা বছর বাগান দেখাশোনা। শীত, পুজো এবং গ্রীষ্মের ছুটিতেও দু-একদিন ছাড়া বিশ্ববিদ্যালয় হাজির হয়ে থাকে গাছ পরিচর্চার তাগিদে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গত ৩০ শে এপ্রিল থেকে গরমের ছুটি। এর মধ্য়ে কয়েকদিন অন্তর অন্তর বাগান পরিচর্চা করতে স্কুলে আসার পরিকল্পনা রয়েছে বলেই জানায় ছাত্র-ছাত্রীরা। এ প্রসঙ্গে উলুবেড়িয়া বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ছাত্র-ছাত্রীরা এভাবেই দায়িত্বের সঙ্গে বিদ্যালয়ের বাগান পরিচর্যা করছে।
রাকেশ মাইতি