New Business Idea: ২০০ টাকা, ৯-১০ দিনের প্রশিক্ষণেই মাত! এসে গেল আনলিমিটেড রোজগারের নতুন ব্যবসা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
New Business Idea: মাত্র ৯-১০ দিনের প্রশিক্ষণ শেষে ব্যবসার সুযোগ, বাড়িতে বসে নন মেটালিক গয়না তৈরি করে পুরুষ মহিলা উভয়েই স্বনির্ভর হতে পারে।
হাওড়া: মাত্র ৯-১০ দিনের প্রশিক্ষণ শেষে ব্যবসার সুযোগ! এ কথা শুনে অনেকেই অবাক হবেন। এই বাজারে এটাও কি সম্ভব? এত অল্প সময়ে ব্যবসার প্রস্তুতি। অবাক হওয়ার মতই বটে, তবে আরও আশ্চর্যজনক বিষয় হল। লক্ষ লক্ষ টাকা খরচ করেও অনেক সময় ব্যবসার হাল ধরা যায় না। এমন সময় মাত্র ২০০-৪০০ টাকায় ঘরে বসে ব্যবসার চিন্তা ভাবা মুশকিল। কিন্তু এমনই সহজ উপার্জনের পথ দেখাচ্ছেন হাওড়ার সহেলি। স্বনির্ভর হতে একটু সৃজনশীল চিন্তাভাবনা থাকলে সফলতা প্রায় নিশ্চিত বলা যেতেই পারে।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া উদ্যোগীদের সফলতার দিকে একধাপ এগিয়ে রেখেছে। গত ৫-৬ বছরে অনলাইন ব্যবসা দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাড়িতে বসে নন মেটালিক গয়না তৈরি করে পুরুষ মহিলা উভয়েই স্বনির্ভর হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানালেন, অভিজ্ঞ নন মেটালিক গয়না প্রস্তুতকারক সহেলি চক্রবর্তী।
advertisement
advertisement
নিজেকে আরও বেশি আকর্ষণীয় ও সৌন্দর্যময় করে তুলতে মহিলাদের গয়না পরার রেওয়াজ দীর্ঘদিনের। গয়না বলতে সোনা, রুপা ধাতুর গয়না মনে হত। কিন্তু বর্তমান সময়ে সেসব যেন অতীত। বিয়ে থেকে পুজো বা বসন্ত উৎসবের মত অনুষ্ঠানে মহিলাদের দারুণ পছন্দের নন মেটালিক গয়না। কাপড়, পাট, সুতো, পুঁতি, চুমকি দিয়ে তৈরি নন মেটালিক গয়না। গ্রাম ও শহরের মানুষের দারুণ পছন্দের এই গয়না। সর্বত্র চাহিদা রয়েছে এই সমস্ত জিনিসের। মানুষের চাহিদার উপর গুরুত্ব রেখে অনেকেই এই গয়না তৈরি করে উপার্জনের পথ বেছে নিয়েছে। ক্রেতাদের পছন্দ মত জিনিস বানাতে পারলে অল্প দিনে ভাল আয়ের সুযোগ। সামান্য পুঁজিতে বাড়িতে বসে এই ব্যবসাতে উপার্জনের কোন লিমিট নেই, বলেই জানাচ্ছেন নন মেটালিক গয়না প্রস্তুতকারক সহেলি চক্রবর্তী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে সহেলি জানান, গত কয়েক বছরে নন মেটালিক গয়না দারুণ জনপ্রিয়তা পেয়েছে। হাওড়া জেলা জুড়ে এর চাহিদা দারুণ। যে কেউ এই জিনিস তৈরি শিখে স্বনির্ভর হতে পারে। এই ব্যবসায় গুরুত্বপূর্ণ দিক হল খুব অল্প সময়ে স্বনির্ভর হওয়ার সুযোগ। মাত্র ৮-১০ দিনে গয়না তৈরি করা শেখা যায়। ২০০-৪০০ টাকা পুঁজি লাগিয়ে কাজ শিখতে শিখতে ব্যবসা শুরু। যত সময় যাবে তত পরিণত হয়ে আরও বেশি উপার্জনের পথ সুগম হবে। ছাত্র-ছাত্রী থেকে গৃহবধূ যে কেউ এই ব্যবসায় আগ্রহ দেখাতে পারে। অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই ব্যবসার সুযোগ রয়েছে বর্তমান সময়ে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 6:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Business Idea: ২০০ টাকা, ৯-১০ দিনের প্রশিক্ষণেই মাত! এসে গেল আনলিমিটেড রোজগারের নতুন ব্যবসা