Howrah News: গরমের বইমেলা! খবর ছড়িয়ে পড়তেই ঢুঁ মারতে আসতে ভুলছেন না ছেলে বুড়োরা

Last Updated:

শীত নয়, ভরা গরমে বইমেলার আসর

+
কবিগুরুর

কবিগুরুর জন্ম জয়ন্তীকে সামনে রেখে বইমেলার আসর

হাওড়া: শীত নয়, ভরা গরমে বইমেলার আসর! গরমের বই মেলাতে দারুণ আগ্রহ দেখাচ্ছে ছেলে বুড়োরা। কলকাতা বইমেলা বা জেলার বইমেলায় দারুণ আগ্রহ মানুষের। বইমেলা বলতে আয়োজকরা শীতকালকেই বেছে নেন। সেই দিক থেকে ভিন্ন চিন্তা হাওড়া সাঁকরাইল স্পোর্টিং ইউনিয়নের।
এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীকে সামনে রেখে প্রথমবার বইমেলার আয়োজন। প্রথম বর্ষেই দারুণ সাড়া মিলেছে এই বইমেলায়। এই স্মার্টফোনের যুগে প্রাকৃতিক দুর্যোগ এবং গরম উপেক্ষা করে বইয়ের স্টলে মানুষের উপস্থিতি। ছোটদের ছড়া গল্পের বই থেকে শুরু করে বিভিন্ন বইয়ের বিপুলসম্ভার। সারি সারি বহু স্টল। গরমে স্কুল ছুটির মধ্যে দারুণভাবে উপভোগ করছে এই বইমেলা।
advertisement
advertisement
গ্রীষ্মের বইমেলার আসর বসেছে চাঁপাতলা চৌমাথা সংলগ্ন মাঠে। সাঁকরাইল-আন্দুল বইমেলা এবার আট দিনের আসর। স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি বার্তা দিয়ে বিগত কয়েক বছর বৈশাখ মাসে মেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে সাঁকরাইল স্পোর্টিং ইউনিয়ন। সেই সব সবকিছু থেকে বেরিয়ে বর্তমান সময়ে বই পড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রতিষ্ঠানের সদস্যরা। সেইদিক গুরুত্ব দিয়ে এই গরমে বইমেলার আসর। ভিন্ন স্বাদের বিপুল বইয়ের সম্ভার এই বইমেলায়। এলাকায় প্রথমবার বইমেলার আয়োজনে স্থানীয় ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের একাংশের মধ্যে দারুণ আগ্রহ দেখা দিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে বইমেলার সম্পাদক অনাদী মোশেল ও সাঁকরাইল স্পোটিং ইউনিয়নের সদস্যরা জানান, শীতকাল মানে বইমেলা তো সর্বত্র আয়োজিত হয়। কলকাতা বা জেলার বইমেলাগুলিতে সাধারণ মানুষের আগ্রহ থাকে। সাহিত্যচর্চা বা বই পড়ার নির্দিষ্ট কোন সময় হয় না। তাই বাংলার বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী মাসে বইমেলার আয়োজন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: গরমের বইমেলা! খবর ছড়িয়ে পড়তেই ঢুঁ মারতে আসতে ভুলছেন না ছেলে বুড়োরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement