Howrah News: ব্যস্ত রেল স্টেশনে দুর্ঘটনা এবং দুর্ভোগ কমাতে মানুষের দাবি সাবওয়ে! 

Last Updated:

হাওড়ার ব্যস্ততম রেল স্টেশন রামরাজাতলা লেভেল ক্রসিং যেন মরণফাঁদ!তীব্র যানজট এলাকায়, মানুষের দীর্ঘদিনের দাবি সাবওয়ে তৈরীর<br><br>

+
মানুষের

মানুষের দুর্ভোগ ও বিপদের আশঙ্কা কমাতে  সাবওয়ের দাবি মানুষের

হাওড়া: ব্যস্ত রেল স্টেশনে দুর্ঘটনা এবং দুর্ভোগ কমাতে মানুষের দাবিসাবওয়ে! রামরাজাতলা রেলওয়ে স্টেশন হল হাওড়া-খড়গপুর লাইন এর একটি গুরুত্ব পূর্ণ রেলওয়ে স্টেশন| প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে এই স্টেশন ব্যবহার করেন | চারটি লাইনে প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকে |অনেক সময় সিগন্যাল না পাওয়ার কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন | তীব্র যানজট,সমস্যা মানুষের দীর্ঘদিনের দাবী সাবওয়ে তৈরী করার |
রামরাজতলা স্টেশনে প্রচুর মানুষ স্টেশন সংলগ্ন ক্রসিং পারাপার করে যাতায়াত করেন | রেলগেটের নীচ দিয়ে শরীর গলিয়ে লাইন পারাপার করছেন বিনা ভাবনায় | যেন কোনও ব্যাপারই নয়| এই পারাপারের তালিকায় অল্পবয়সি থেকে বয়স্ক—সবাই আছেন|
advertisement
এমনকি, বাচ্চাদের নিয়ে মহিলারাও ফোন কানে নিয়ে পার হচ্ছেন | বিপদের তোয়াক্কা না করেই | দুই দিকের রাস্তায় অসংখ্য গাড়ি ও মানুষের জ্যাম লেগে যায় | রেলগেট পড়লে, রাস্তায় লম্বা লাইন পড়ে যায় গাড়ি, মোটরবাইক, টোটো-সহ নানা যানবাহনের |
advertisement
রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও শহরবাসীর একাংশ সময় বাঁচাতে, গেট গলিয়ে অন্য পারে গিয়ে উঠছেন | স্কুল-অফিস টাইমে এই ছবি বেশি দেখা যায় | সাইকেল, ব্যাটারি-চালিত মোটর সাইকেল, স্কুটার কাত করিয়ে টেনে-হিঁচড়ে দুই গেট পার করে অন্য পারের রাস্তায় ওঠার দৃশ্য হামেশাই চোখে পড়ে | এলাকাবাসী দীর্ঘদিনের দাবী সাবওয়ে তৈরী করার, যাতে মানুষ নির্বিঘ্নে লাইন পারাপার করতে পারে জীবনের ঝুঁকি না নিয়ে |
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ব্যস্ত রেল স্টেশনে দুর্ঘটনা এবং দুর্ভোগ কমাতে মানুষের দাবি সাবওয়ে! 
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement