Bolpur Tourism: একদিনের জন্য বোলপুর গিয়ে এই 'ফুলের বাড়ি' একদম মিস করবেন না! জেনে নিন কোথায়?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
বোলপুর যাচ্ছেন অথচ এই বাড়ি যাচ্ছেন না,তাহলে কিন্তু বোলপুর ভ্রমণ আপনার একদম বৃথা হচ্ছে।
বীরভূম: বিভিন্ন ধরনের ফুলের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের নানান আবেগ।আর ফুল কার না ভাল লাগে বলুন তো? বাড়ির অল্প একটু উঠোনেই বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে থাকেন ফুল প্রেমী মানুষেরা। রজনীগন্ধা,চন্দ্রমল্লিকা,গোলাপ, গাঁদা,থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের সমাহারে ফুটে ওঠে বাড়ির বাগান। তেমনই ফুলে-ফলে ভরে উঠেছে বীরভূমের কবিগুরুর শান্তিনিকেতনের দক্ষিণ হাওয়ার বাংলো।কী নেই সেই বাগানে! রয়েছে শতাধিক প্রজাতির চন্দ্রমল্লিকা, ৩০-৪০ প্রজাতির কাগজ ফুল।সব মিলিয়ে সংখ্যাটা প্রায় কয়েকশো।
বোলপুর শান্তিনিকেতনের এখন অন্যতম আকর্ষণ এই দক্ষিণ হাওয়া। এটি শুধুমাত্র একটি বাংলো বাড়ি নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। দক্ষিণ হাওয়া তার বিভিন্ন ধরনের ফুল,ফল এবং গাছের সমাহারে পর্যটকদের মনমুগ্ধ করে। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে ছুটে আসেন যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভব উপলব্ধি করতে।
advertisement
advertisement
গাছগুলির মাঝে খুঁজে পাওয়া যায়, নানান ধরনের রঙিন ফুল।গরমের আবহাওয়ায় শান্তির অনুভূতি এবং বৃষ্টির দিনে এক বিশেষ আমেজ। বীরভূমের এটি এমন এক স্থান যেখানে সৌন্দর্য প্রকৃতি একসঙ্গে অনুভব করা যায়। দূর দুরান্ত থেকে আগত পর্যটকেরা এখানে এসে ছবি ক্যামেরা বন্দি করছেন।তবে একটি বিশেষ বিষয়ে সবাইকে সতর্ক করা হয় দক্ষিণ হাওয়ার ভেতরে প্রবেশের কোনও অনুমতি নেই।
advertisement
আর গেট থেকে ভেতরে হাত ভরে কেউ যদি ফুল তোলেন বা ফুল গাছে হাত দেন তাহলে কড়া শাস্তি পেতে হবে। বাড়িটি একটি অভ্যন্তরীণ শান্তির প্রতীক। এবং এর বাহ্যিক সৌন্দর্যই পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। এই বাংলো বাড়িটি যেন এক চিলতে ফুলের উপত্যকা ক্ষীরাই।যেখানে শুধু বাইরের সৌন্দর্যই নয় গভীর প্রশান্তি এবং নিরিবিলি পরিবেশও অনুভব করা যায়। বাংলোর মালিক মূলত বাইরে থাকেন তবে গাছগুলির পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য বাড়ির মালিক নিয়মিত একটি মোটা অংকের অর্থ প্রদান করেন।
advertisement
এর পাশাপাশি বাড়ির কর্মীরা এই স্থানটির যত্ন নিয়ে থাকেন। যাতে এটি সর্বদা তার প্রকৃতিক রূপে অপূর্ব হয়ে ওঠে। দক্ষিণ হাওয়া বোলপুরের অন্যতম পর্যটক আকর্ষণ হিসেবে পরিচিত এবং স্থানীয়দের কাছে এটি গর্ভের বিষয়। তাই এবার বোলপুর গেলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে। বিভিন্ন ধরনের গাছের সুবাসে কাটিয়ে নিতে পারবেন বেশ কিছুটা সময়।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 6:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bolpur Tourism: একদিনের জন্য বোলপুর গিয়ে এই 'ফুলের বাড়ি' একদম মিস করবেন না! জেনে নিন কোথায়?