মৃত ছাত্রী রামপুরহাট শ্যামপাহারি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় ওই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে ওই ছাত্রীকে অপহরণ করে খুন করার অভিযোগ তুলেছেন মৃত ছাত্রীর পরিবারের লোকজন। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, গত ২৮ অগাস্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী।
advertisement
নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজনেরা। পরে পরিবারের লোকজন জানতে পারেন শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছে বিষয়টি পুলিশে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
আরও পড়ুন: ৬ দফায় নজরদারি! বাংলার বাড়ির ‘তালিকা’ নিয়ে অভিযোগ থাকলেই ‘দিদিকে বলো’! বড় নির্দেশ নবান্নের
এরপরই গতকাল গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙ্গা গ্রামের কাছে জলাজমি থেকে তার পচাগলা মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। এই ঘটনায় কার্যত শোকের ছায়া নেমেছে পরিবারের মধ্যে। অভিযুক্ত শিক্ষককে এইদিন চিকিৎসা পরীক্ষা করার পর রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ প্রশাসন।