আরও পড়ুন- অফুরন্ত ‘এনার্জি’! বার্ধক্যেও টগবগ করবে ‘পৌরুষ’! সাদা এই ভেষজ কাছের রাখলে আপনিই ‘রাজা’…!
এর পরেই ওই গৃহস্থ এবং স্থানীয় বেশ কিছু বাসিন্দারা খবর দেয় বন দফতরে। তবে বন দফতর থেকে ছবি ভিডিও দেখে জানানো হয় এটি অস্বাভাবিক কিছু নয়, এই প্রজাতিটি তাদের সংরক্ষণের আওতায় পড়ে না। সুতরাং তারা এরপরে খবর দেন পশু প্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই গন্ধগোকুলটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হরিপুর জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে উদ্ধারকারী জানান, নাম গন্ধগোকুল হলেও এর কোনও গন্ধ নেই। তবে এটি ওই প্রজাতিরই একটি প্রাণী। কয়েকবছর আগে পর্যন্ত এই সমস্ত প্রাণীদের দেখা মিলত না আমাদের স্থানীয় এলাকাতে।
গন্ধগোকুলটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হরিপুর জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তবে লক ডাউনের পর থেকে এই সমস্ত বিলুপ্তপ্রায় প্রানী গুলির দেখা মিলছে পুনরায়। আর এটি আমাদের বাস্তুতন্ত্র তথা পরিবেশের জন্যে খুবই ভাল সংবাদ। এই সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীদের রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। আর সব বড় কথা এই সমস্ত প্রাণী গুলি সম্পূর্ণ নির্বিষ হয়।এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী কমল বিশ্বাস জানান, এলাকার মানুষ অত্যন্ত সচেতন এ পৃথিবীতে বাঁচার অধিকার সকলেরই আছে মনে করেই তারা স্বাভাবিক বাসস্থানে এক গহন জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়।
Mainak Debnath