TRENDING:

Stop Using Plastics: খুঁজে দেখুন বাড়িতে কি এই প্লাস্টিক আছে? জমা দিতে পারলেই মিলবে পুরষ্কার! দেরি করলে বড় মিস

Last Updated:

Stop using Plastics: বর্তমানে প্লাস্টিক ব্যাবহার বাড়ছে হু হু করে। আর এই বর্জ্য প্লাস্টিক দিলে মিলছে উপহার! কী শুনে অবাক হচ্ছেন নিশ্চই? তবে বীরভূমের সদর শহর সিউড়ি থেকে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকে এমনই ছবি ধরা পড়ল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বর্তমানে প্লাস্টিক ব্যাবহার বাড়ছে হু হু করে। আর এই বর্জ্য প্লাস্টিক দিলে মিলছে উপহার! কী শুনে অবাক হচ্ছেন নিশ্চই? তবে বীরভূমের সদর শহর সিউড়ি থেকে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকে এমনই ছবি ধরা পড়ল। অন্যদিকে সিউড়িতে জেলা পরিষদের চত্বরে অফিস থেকে বর্জ্য প্লাস্টিক জমা নিয়ে তাঁদের হাতে চটের ব্যাগ তুলে দিলেন জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূলের কোর কমিটির সদস্য ফয়েজুল হক ওরফে কাজল শেখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৌশিক সিনহা।
প্লাস্টিকে মিলছে উপহার
প্লাস্টিকে মিলছে উপহার
advertisement

আরও পড়ুনঃ কত বড় আস্পর্ধা! নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের গতিবিধির ওপর নজর মনোজিতের! থানায় অভিযোগ হতেই কাকে ফোন? তদন্তে উঠে আসছে বড় তথ্য

ঠিক একইভাবে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের কলেশ্বর পঞ্চায়েতে প্লাস্টিক জমা দিয়ে এক কেজি করে চাল, সঙ্গে ধুতি বা শাড়ি নিয়ে বাড়ি ফিরলেন স্থানীয় প্লাস্টিক ব্যবহারকারীরা।কিন্তু এই অভিযানে কতটা সচেতনতা ফিরবে সেটাই এখন দেখার বিষয়। সোমবার থেকে প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত তৈরির ডাক দেয় রাজ্য সরকার। সেই মর্মে জেলার ১৯টি পঞ্চায়েতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিউড়িতে জেলা পরিষদে কর্মীদের ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ, বোতল জড় করে জমা দিলেন।

advertisement

কাজল শেখ তাঁদের হাতে চটের ব্যাগ তুলে দিয়ে বলেন, “প্লাস্টিক বর্জনের দিনে আধিকারিকদের সঙ্গে কর্মীরাও নিজেদের উদ্যোগে এগিয়ে এলেন। জেলা জুড়ে শুধু সরকারি উদ্যোগে নয়, বেসরকারি সংস্থাও প্লাস্টিক পুর্নব্যবহার বা বর্জনের উদ্যোগ নিয়েছে।” ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকে পঞ্চায়েতের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হল। গ্রামের বাসিন্দারা জানান, প্লাস্টিক ব্যবহার বন্ধের ডাক দিয়েছিল। তাই সকাল থেকে এলাকার বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক সংগ্রহ করে নিয়ে এসে চাল ও শাড়ি পেলেম। এলাকার অন্য এক স্থানীয় বাসিন্দা বাসিন্দা কৌশিক কর্মকার বলেন, “ব্যাগ নিয়ে যেতে ভুলে গেলে বাজার থেকে এখনও ক্যারি ব্যাগে করে সামগ্রী আনি। সেগুলিই জোগাড় করে রেখেছিলাম। প্রায় আড়াই কেজির উপর প্লাস্টিক জমা দিয়ে চাল ও ধুতি পেলাম।”

advertisement

View More

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এলাকার যারা হত দরিদ্র সীমার নিচে বসবাসকারী, তারাই প্লাস্টিক এনেছিলেন। তাই পঞ্চায়েতের ত্রাণ তহবিল থেকেই তাদের উৎসাহ দিতে চাল ও কাপড় অথবা ধুতি দেওয়া হল। ময়ূরেশ্বর ২ বিডিও পুষ্পেন্দু সাহা জানান, এই কর্মসূচিতে ৩০ জন প্লাস্টিক ব্যবহারকারী বর্জ্য প্লাস্টিক জমা দেন। এলাকার মানুষকে সচেতন করার জন্য তাঁদের উপহার দেওয়া হলও। তবে প্রশাসনের তরফ থেকে এত কিছু করার পরেও কি কমবে প্লাস্টিক ব্যাবহার! থেকে যাচ্ছে প্রশ্ন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Stop Using Plastics: খুঁজে দেখুন বাড়িতে কি এই প্লাস্টিক আছে? জমা দিতে পারলেই মিলবে পুরষ্কার! দেরি করলে বড় মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল