Kasba Law College: কত বড় আস্পর্ধা! নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের গতিবিধির ওপর নজর মনোজিতের! থানায় অভিযোগ হতেই কাকে ফোন? তদন্তে উঠে আসছে বড় তথ্য

Last Updated:

Kasba Law College: সূত্রের খবর, ২৬ জুন সকাল থেকেই নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা কী করছেন? তাঁদের গতিবিধির ওপর নজর রাখছিলেন মনোজিৎ ও জইব। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ হচ্ছে, সুনিশ্চিত হতেই ফোন করেন আইনজীবীকে।

News18
News18
কলকাতাঃ থানায় অভিযোগ হচ্ছে সুনিশ্চিত হতেই আইনি পরামর্শ মনোজিৎ মিশ্রের? ২৬ জুন এক আইনজীবীকে ফোন করে মনোজিত। আইনি পরামর্শ নিতেই কি ফোন আইনজীবীকে? সিডিআর থেকে সেই তথ‍্য, অবশেষে তদন্তকারীদের হাতে।
সূত্রের খবর, ২৬ জুন সকাল থেকেই নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা কী করছেন? তাঁদের গতিবিধির ওপর নজর রাখছিলেন মনোজিৎ ও জইব। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ হচ্ছে, সুনিশ্চিত হতেই ফোন করেন আইনজীবীকে। আইনি সাহায্য ও পরামর্শ নিতেই কি এই ফোন? তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
advertisement
advertisement
অন‍্যদিকে, আজ বৃহস্পতিবার অফিসিয়াল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ কেস হাতে নিল। ডিডি একটা সিট করবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে। উইমেন গ্রিভান্স সেলের অফিসার তদন্তকারী অফিসার হচ্ছেন। থানায় যে সিট কাজ করছিল তাদের কয়েকজন থাকবে টিমে। সাইবারের অফিসারও থাকবে টিমে।
ধৃত নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে জেরায় মিলল তথ্য। সাউথ ক‍্যালকাটা ল কলেজের গেটে থাকা রেজিস্ট্রার বুক, যেখানে বাইরের কেউ এলে নাম পরিচয় নথিভুক্ত করে রাখার কথা, সেই রেজিস্ট্রার বুকের পাঠ তুলে দেওয়া হয়েছিল।
advertisement
মনোজিতের নির্দেশেই বন্ধ করে দেওয়া হয়েছিল রেজিস্ট্রার মেইনটেইন। রেজিস্ট্রার মেইনটেইন নিয়ে আগে একাধিকবার নিরাপত্তারক্ষীদের শাসিয়ে ছিলেন মনোজিৎ। জেরায় দাবি পিনাকীর যে, যখন তখন বাইরের লোকজন নিয়ে হাজির হতেন কলেজে, ইউনিয়ন রুমে বসত আড্ডার আসর। এই আসর চালাতেই মনোজিতের নির্দেশে বন্ধ হয়েছিল রেজিস্ট্রার বুকে অতিথিদের পরিচয় লেখার পাঠ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Law College: কত বড় আস্পর্ধা! নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের গতিবিধির ওপর নজর মনোজিতের! থানায় অভিযোগ হতেই কাকে ফোন? তদন্তে উঠে আসছে বড় তথ্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement