TRENDING:

Gold in Cow Dung: গরুর পেটে মিলল সোনা, দেগঙ্গায় বিক্রি হল ৫০ হাজারে! সত্যি হল দিলীপ ঘোষের দাবি?

Last Updated:

দেগঙ্গার গোবর্ধনপুরের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে থাকা গরুর মূত্র এবং গোবরের সঙ্গে সোনালি রংয়ের পাথরের মতো দেখতে ওই দানাগুলি বেরিয়ে আসে (Gold like stones found in cow dunk)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেগঙ্গা: ২০১৯ সাল৷ তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করলেন, দেশি গরুর দুধে সোনা (Gold in Cow Milk) থাকে৷ িবজেপি নেতার দাবি ঘিরে তর্ক বিতর্ক কম হয়নি৷ তবু নিজের দাবিতেই অনড় থেকেছেন দিলীপ ঘোষ৷ অবশেষে প্রায় তিন বছর পর কি দিলীপ ঘোষের দাবি সত্যি হল?
দেগঙ্গায় এমনই সোনালি রংয়ের পাথর মিলেছে গোমূত্র ও গোবর থেকে৷
দেগঙ্গায় এমনই সোনালি রংয়ের পাথর মিলেছে গোমূত্র ও গোবর থেকে৷
advertisement

কারণ উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার গোবর্ধনপুরে গরুর মূত্র এবং গোবর থেকে সোনা (Gold in Cow Dung) জাতীয় ধাতব বস্তুর খোঁজ মিলেছে বলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ এমন কি, পঞ্চাশ হাজার টাকায় এক স্বর্ণ ব্যবসায়ী সোনা বলে দাবি করা ওই ছোট ছোট ধাতব বস্তুগুলি কিনেও নিয়েছেন৷

জানা গিয়েছে, দেগঙ্গার গোবর্ধনপুরের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে থাকা গরুর মূত্র এবং গোবরের সঙ্গে সোনালি রংয়ের পাথরের মতো দেখতে ওই দানাগুলি বেরিয়ে আসে৷ জিনিসগুলি ঠিক কী তা বুঝতে না পেরে প্রতিবেশীদের সেগুলি দেখান গরুর মালিক৷ দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে৷

advertisement

আরও পড়ুন: নাক ও মুখ দিয়ে সমানতালে বাঁশি বাজান! অনন্য প্রতিভার অধিকারী 'এই' শিল্পীকে চিনে নিন...

খবর পেয়ে গরুর মালিকের বাড়িতে হাজির হন এক স্বর্ণ ব্যবসায়ীও৷ শেষ পর্যন্ত তিনিই প্রায় পঞ্চাশ হাজার টাকায় ওই ধাতব বস্তগুলি কিনে নেন৷

আরও পড়ুন: গরুর দুধে সোনা তত্ত্বে দিলীপের পাশে সুকান্ত! বিজেপি গরু বিজ্ঞানীদের দল,কটাক্ষ তৃণমূলের

advertisement

গরুর পেট থেকে যে সোনাই বেরিয়েছে, সে বিষয়ে একরকম নিশ্চিত স্থানীয়রাও৷ তাঁদের প্রশ্ন, সোনা বা মূল্যবান বস্তু না হলে কেন এত টাকা স্বর্ণ ব্যবসায়ী তা কিনে নেবেন৷ গ্রামেরই বাসিন্দা স্থানীয় এক যুবক বলেন, 'পাথরগুলো দেখতে ঠিক কাঁচা ছোলার মতো, সোনালি রং৷ সোনা বা দামি কিছু না হলে স্বর্ণ ব্যবসায়ী তা কিনবেন কেন?'

advertisement

যদিও গোমূত্রে সোনা মেলার এই দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা৷ জেলা বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ সরকারের দাবি, 'মানুষের মতো গবাদি পশুর পেটেও গলব্লাডার জাতীয় পাথর হতে পারে৷ হয়তো গোবর বা গোমূত্রের সঙ্গে সেসবই বেরিয়ে এসেছে৷ কিন্তু তা কখনওই সোনা বা ওই জাতীয় দামি কোনও ধাতু নয়৷ কারণ সোনা হল খনিজ পদার্থ৷ তা গরুর পেটে থাকতে পারে না৷ যারা এই প্রচার করছে, তার পিছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Jiaul Alam

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold in Cow Dung: গরুর পেটে মিলল সোনা, দেগঙ্গায় বিক্রি হল ৫০ হাজারে! সত্যি হল দিলীপ ঘোষের দাবি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল