ওয়ার্কশপের মূল উদ্দেশ ছিল, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং সরকারি শিক্ষাবৃত্তির সুযোগ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। এই কর্মশালায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী, যিনি নিজেই পুরো বিষয়টি ছাত্র-ছাত্রীদের সামনে অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেন।
আরও পড়ুন: এলোপাথাড়ি কোপ, রক্তে ভেসে গিয়েছে গোটা ঘর! ভাইপোকে কেন কুপিয়ে খুন করল কাকা?
advertisement
ওয়ার্কশপে স্কলারশিপের বিভিন্ন বিভাগ, আবেদন করার যোগ্যতা, অনলাইনে ফর্ম ফিলাপের ধাপগুলি, দরকারি নথিপত্র এবং আবেদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং হাতে-কলমে অনুশীলনের সুযোগও দেওয়া হয়। এই উদ্যোগের ফলে বহু ছাত্র-ছাত্রী উপকৃত হবে বলেই মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
উপস্থিত ছাত্র-ছাত্রীরাও জানায়, এমন উদ্যোগ আরও বেশি হলে তারা ভবিষ্যৎ নিয়ে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবে। গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।