অপারেশান সিঁদুর-এ পহেলগাঁও হত্যার পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে ভারত। জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের এয়ারফোর্স। তার পাল্টা হামলা শুরু করে প্রতিহত হচ্ছে পাকিস্তান। ভারত পাকিস্তান সীমানায় রাতের আকাশে শুধু আলোর ঝলকানি আর প্রচন্ড শব্দ। যে ভারতীয় সেনারা যুদ্ধে সামিল হয়েছেন তাদের জন্য এবং ভারতের জয়ের জন্য প্রার্থনা করেন প্রবীন আবাসিকরা।
advertisement
দেশের সন্তানরা সুস্থ থাকুক। দেশ পাকিস্তানকে হারিয়ে আরও একবার জয়লাভ করুক আপামর ভারতবাসীর মত চাইছেন আবাসিকরা। একই সঙ্গে তারা প্রার্থনা করছেন যাতে ভারতীয় সেনাদের কোন ক্ষতি না হয়। কারণ তারা কারো মা, কারো বাড়ির ছেলে, কারো ভাই, কারো স্বামী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা সকলেই এখন দেশ বাঁচানোর জন্য সীমান্তে রক্ষা করছে। তাই আবাসনের সমস্ত বৃদ্ধারা তারা প্রার্থনা করছেন যাতে কোন মায়ের কোল খালি না হয়। এ বিষয়ে আবাসিকের এক মহিলা জানান, মঙ্গল কামনায় তারা বিশেষ প্রার্থনা করছেন। একই সঙ্গে তারা চাইছেন যাতে ভারতীয় সেনারা যুদ্ধ জয় করে ফিরুক।
রাহী হালদার






