Indian Army: 'পাকিস্তান টিকবে না, নাম-নিশানা মুছে যাবে!', ভারত-পাক সংঘাতের আবহে বিস্ফোরক দাবি কার্গিলজয়ী এই জওয়ানের
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Indian Army: ১৯৯৯ সালে কার্গিলে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শরিক ছিলেন হুগলির বৈঁচী স্টেশন রোডের বাসিন্দা উমাপদ গুঁই, বর্তমানে বয়স ৬২ বছর। ভারতীয় সেনাবাহিনীর গাড়ি চালাতেন। দেশের সেবায় একাধিক পদক, মেডেল পেয়েছেন।
হুগলি: পহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারত। মধ্যরাতে পঁচিশ মিনিটের এয়ার স্ট্রাইকে ধ্বংস হয়েছে পাক জঙ্গিঘাঁটি, খতম একাধিক জঙ্গি। এই আবহে কী বলছেন কারগিল যুদ্ধে থাকা সেনাবাহিনীর যোদ্ধারা? এমনই একজন হুগলির পান্ডুয়ার উমাপদ গুঁই। ২১ বছর সেনাবাহিনীর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কার্গিলের যুদ্ধ তিনি সামনে থেকে দেখেছেন।
১৯৯৯ সালে কার্গিলে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শরিক ছিলেন হুগলির বৈঁচী স্টেশন রোডের বাসিন্দা উমাপদ গুঁই, বর্তমানে বয়স ৬২ বছর। ভারতীয় সেনাবাহিনীর গাড়ি চালাতেন। দেশের সেবায় একাধিক পদক, মেডেল পেয়েছেন। বর্তমানে তিনি প্রবীন নাগরিক। এখনও যদি প্রয়োজন হয় দেশের জন্য লড়াইয়ের ময়দানে যেতে প্রস্তুত।
আরও পড়ুনঃ ‘ম্যাগির অপেক্ষায় ছিলাম, জঙ্গিরা প্রথম মারল শুভমকে…!’, মোদির কাছে এবারে ‘বিশেষ’ আবেদন স্ত্রী ঐশ্বন্যার, জানুন
উমাপদ গুঁই বলেন, আমাকে যদি আবার ডাকে আমি পা বাড়িয়ে রয়েছি যাওয়ার জন্য। কিন্তু আমাদের মত প্রাক্তনদের প্রয়োজন নেই ভারতের। এখন সেনা বল অনেক বেশি। প্রত্যেক ভারতবাসীর উচিত দেশের সঙ্গে থাকা। ভারত পাকিস্তান উভয়েই পরমানু শক্তিধর দেশ। পরমানু অস্ত্র প্রয়োগ করা এখন যুদ্ধের নিয়ম নয়। যদি সম্মুখ সমর হয় পাকিস্তান চারদিনও টিকবে না, নাম নিশান মুছে যাবে, মনে করছেন এই প্রাক্তন সেনাকর্মী।
advertisement
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Army: 'পাকিস্তান টিকবে না, নাম-নিশানা মুছে যাবে!', ভারত-পাক সংঘাতের আবহে বিস্ফোরক দাবি কার্গিলজয়ী এই জওয়ানের