এলাকার মানুষদের নতুন বছরে বাংলা ক্যালেন্ডার-সহ পঞ্জিকা উপহার দিয়ে শুভকামনা জানান তিনি। নতুন বছরের সূচনার শুভেচ্ছা জানাতে বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা হাতে নিয়ে শুভ নববর্ষ জানাচ্ছেন বারাসাত ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা। তবে শুধু নববর্ষের শুভেচ্ছা বিনিময় নয়, সেই সঙ্গে সাধারণ মানুষের সমস্যাও উঠে এল এই শুভেচ্ছা বিনিময় পর্বে, ফলে একপ্রকার জনসংযোগও হল এর মধ্যে দিয়ে।
advertisement
আরও পড়ুন- নদীতে সাঁতরে বেড়াচ্ছে ওটা কী? হঠাৎ কীসের দেখা মিলল! আতঙ্কে ভয়ে কাঁটা সকলে
এলাকায় কী কী সমস্যা রয়েছে তাও এদিন সাধারণ মানুষদের থেকে শোনেন কাউন্সিলর। কেউ বলেছেন টাইম কলে ধীরে পড়ছে জল। আবার কেউ বলছেন, মশার উপদ্রব বেড়েছে। জেলায় এমনিতেই রয়েছে ডেঙ্গি আতঙ্ক। তাই আগেভাগে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন অনেক এলাকাবাসী।
আরও পড়ুন- নববর্ষের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই দোকানের যাবতীয় পোশাক
সে ব্যাপারে যাতে কাউন্সিলর আরও বেশি সক্রিয় হয় তারও অনুরোধ করেন অনেকে। সব সমস্যার কথা শুনে কাউন্সিলর প্রতিশ্রুতিও দেন নববর্ষের পরেই এইসব সমস্যা গুলো খতিয়ে দেখবেন এবং সমাধান করবেন। বাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে জনপ্রতিনিধির এমন উদ্যোগ, পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে জনসংযোগ বজায় রাখার এই প্রচেষ্টাকে রীতিমতো সাধুবাদ জানাচ্ছে এলাকার সচেতন নাগরিকরা।
Rudra Narayan Roy