West Bengal news: নববর্ষের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই দোকানের যাবতীয় পোশাক

Last Updated:

West Bengal news: বাংলা নতুন বছরের প্রথম দিন কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরের জারগ্রাম অঞ্চলের আঁটপাড়া এলাকায়।

নববর্ষের সকালে একি কাণ্ড! পুড়ে ছাই দোকানের যাবতীয় পোশাক
নববর্ষের সকালে একি কাণ্ড! পুড়ে ছাই দোকানের যাবতীয় পোশাক
পূর্ব বর্ধমান: বাংলা নতুন বছরের প্রথম দিন কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরের জারগ্রাম অঞ্চলের আঁটপাড়া এলাকায়। স্থানীয় মানুষজন এদিন সকালে বন্ধ দোকানের সাটারের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরবর্তী সময়ে তারা খবর দেন দোকান মালিককে।
দোকান মালিক দ্রুত দোকানে এসে শাটার খুলতেই ভেতর থেকে আরও প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে শুরু করে। কী ভাবে আগুন লেগেছে সে বিষয়ে স্পষ্ট না হলেও শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। স্থানীয় মানুষজন তারা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে মেমারি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
advertisement
দোকানে প্রচুর জামাকাপড় মজুত ছিল। আগুনে পুড়ে এবং জলে ভিজে অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ ঠিক কত সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক করে কিছু জানাতে পারেননি দোকান মালিক ।  তবে অধিকাংশই কাপড় পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। সিসি ক্যামেরার সংযোগ থেকেই শর্ট সার্কিট এবং তার থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দোকান মালিকের। গোটা বিষয় খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ ও দমকল বিভাগ। দোকানের মালিক বলেন, “বাংলার নতুন বছর সবাই ভালো করে ব্যবসা করার কামনা রাখেন। কিন্তু এই দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। এই ক্ষতি কী ভাবে সামলাব তা বুঝে উঠতে পারছি না। বহু টাকার সামগ্রি কেনা হয়েছিল। আগুনে তার বেশিরভাগটাই নষ্ট হয়ে গেল”।
advertisement
এলাকার বাসিন্দারা জানান, পয়লা বৈশাখ উপলক্ষে অনেকেই সকাল সকাল বাজারে এসেছিলেন। পোড়া গন্ধ বের হতেই সন্দেহ হয়। এরপর একজন লক্ষ্য করেন বন্ধ পোশাকের দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তখনই দোকানের মালিককে ফোন করে খবর দেওয়া হয়। তিনি এসে দোকান খুলতেই আগুনের বিষয়টি পরিষ্কার হয়। এলাকার বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের একটি এঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: নববর্ষের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই দোকানের যাবতীয় পোশাক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement