Crime news: চিকিৎসক তরুণীকে 'বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ'! আইপিএস আধিকারিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Crime news: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের নাগপুরে। রবিবার এই অভিযোগ সামনে আসার পরেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের নাগপুরে। রবিবার এই অভিযোগ সামনে আসার পরেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২৮ বছর বয়সি ওই তরুণী শুক্রবার নাগপুরের ইমামবাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের নভেম্বর মাসে ওই আইপিএস অফিসারের সঙ্গে পরিচয় হয় তরুণীর।
advertisement
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিক তখন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, আর মহিলা MBBS কোর্স করছিলেন। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। তার পরে নাকি অভিযুক্ত যুবক চিকিৎসককে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং তাঁর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
advertisement
কিন্তু পরিস্থিতি বদলায় যুবক আইপিএস আধিকারিক হওয়ার পরে। অভিযুক্ত যুবক মহিলাকে এড়িয়ে চলতে শুরু করেন এবং তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। আইপিএস আধিকারিকের পরিবারও মহিলার সঙ্গে যোগাযোগ করেনি, যার ফলে তিনি হতাশ হয়ে ইমামবাড়া পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে, শনিবার IPS আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 13, 2025 7:14 PM IST