গ্রামীণ প্রত্যন্ত এলাকার দুয়ারে পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে গবাদী পশুর বন্ধ্যাত্ব দূরীকরণ ও বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলার বলাগড় ব্লকের চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েত অঞ্চলের কৃষ্ণবাটি চরের মাহাতো পাড়া এলাকায়। আদিবাসী পাড়া বলে খ্যাত এই প্রত্যন্ত এলাকায় কলকাতা থেকে ও জেলা সদর চুঁচুড়া থেকে বহু বিশেষজ্ঞ পশু চিকিৎসক, গবেষক ও প্রাণী সম্পদ ও বিকাশ দফতরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করেন। এই শিবিরে যোগদান করেন কম করে গ্রামের ৫০০ জন মানুষ। তারা সকলেই নিজেদের বিভিন্ন গবাদি পশু নিয়ে তাদের চিকিৎসা করাতে হাজির হয়েছিলেন প্রাণী স্বাস্থ্য শিবিরে।
advertisement
এই ধরনের স্বাস্থ্য শিবির করার বিশেষ কারণ হিসাবে উদ্যোক্তারা বলছেন, মূলত যে সমস্ত এলাকাগুলিতে মানুষজন গৃহপালিত পশুদের উপর নির্ভর করে, সেই সমস্ত এলাকায় গিয়ে এই স্বাস্থ্য শিবির হচ্ছে এবং দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে গৃহপালিত পশুদের শারীরিক অসুস্থতা থাকলেও পশু চিকিৎসালয়ের কাছে পিঠে না থাকার জন্য গবাদি পশুদের নানা ধরনের রোগ হয়। সেই রোগ ছড়িয়ে পড়ে অন্যান্য প্রাণী ও মানুষদের মধ্যেও। এই পরিষেবার মধ্যে দিয়ে একেবারে বাড়ির সামনেই নিজেদের গবাদি পশুদের চিকিৎসা করানো থেকে ওষুধ দেওয়া সবই সম্ভব হচ্ছে। যার ফলে উপকৃত হবেন গ্রামের মানুষরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একই সঙ্গে বিশিষ্ট প্রাণী চিকিৎসকরা জানান, গবাদি পশুদের মধ্যে বন্ধ্যাত্বের প্রবণতা বেড়েছে। তাই বন্ধ্যাত্ব দূরীকরণ ও রোগ নির্ণয় করে গবাদি পশুদের সুস্থ করে তোলা হচ্ছে। যাতে আর্থিক দিক থেকে পশু পালন করে স্থানীয় মানুষজন একটু আর্থিক সচ্ছলতা পেতে পারে। সেই কারণেই এই বিশেষ উদ্যোগ।
রাহী হালদার






