Tarakeswar Bishnupur Railway Project: তারকেশ্বর-বিষ্ণুপুর ট্রেন চলছেই চমৎকার দেখা যাবে চমৎকার! অপেক্ষায় এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
তারকেশ্বর বিষ্ণুপুরের রেল লাইনের কাজ শেষ হলেই স্থানীয় ব্যবসার অনেকটাই উন্নতি হবে, এমনটাই আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা।
হুগলি: তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়ার যে রেলপথ সেই রেলপথের কাজ দীর্ঘদিন থমকে ছিল জমি জট অর্থাৎ ভবা দীঘির কারণে। তবে হাইকোর্টের নির্দেশে ভবা দিঘির যে জট সে জট কেটেছে। জোর কদমে শুরু হয়েছে রেলপথ নির্মাণের কাজ। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে রেল আসতেও শুরু করেছে বিষ্ণুপুর থেকে। আর তাতেই অর্থনীতি চাঙ্গা হচ্ছে মায়ের বাড়ি অর্থাৎ জয়রামবাটি এলাকার ব্যবসায়ীদের।
ইতিমধ্যেই বিষ্ণুপুর থেকে রেল পৌঁছেছে জয়রামবাটী। মায়ের বাড়িতে ট্রেন ঢুকলেও এখনও কামারপুকুর অর্থাৎ ঠাকুরচর রামকৃষ্ণদেবের জন্মস্থানে রেলপথ সম্প্রসারণের কাজ শেষ হয়নি। স্থানীয় মানুষদের দাবি, সেই কাজও যাতে খুব শিগগিরই শেষ করে রেল কর্তৃপক্ষ। যার ফল স্বরূপ জয়রামবাটি কামারপুকুর ঘুরতে আসা মানুষরা উপকৃত হবেন। বাড়বে এলাকার পর্যটন শিল্প। কারণ জয়রামবাটি থেকে কামারপুকুর হয়ে আবার গন্তব্যস্থল নিজের বাড়ি পৌঁছে যাওয়া তা খুবই সুবিধাজনক হবে পর্যটকদের জন্য।
advertisement
advertisement
রেলপথের উপর নির্ভর করে এলাকায় বাড়ছে ব্যবসায়ীদের সংখ্যা। যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত হবে তত বেশি পর্যটক আসবেই এই এলাকায় আর তাতে এলাকার অর্থনীতি চাঙ্গা হবে। এমনটাই বলছেন এলাকার মানুষজন। শুধু তাই নয়, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল পথ চালু হলে একযোগে শৈবতীর্থ তারকেশ্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর এবং মায়ের জন্মভূমি জয়রামবাটী এই রুট একেবারেই অতিক্রম করতে পারবেন পর্যটকরা। রেলপথ সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে এলাকায় পর্যটকদের সংখ্যা বাড়বে এবং তাতে ব্যবসা-বাণিজ্য বাড়বে এমনটাই মনে করছেন এলাকার মানুষজন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarakeswar Bishnupur Railway Project: তারকেশ্বর-বিষ্ণুপুর ট্রেন চলছেই চমৎকার দেখা যাবে চমৎকার! অপেক্ষায় এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা

 
              