প্রয়োজনীয় স্পেশাল ট্রেনিং এর কলাকৌশল সহযোগে উপস্থিত রেলওয়ে আধিকারিক ও প্রশিক্ষককে সম্মান দিল সে। এরপর তার দীর্ঘ কর্ম জীবনের স্বীকৃতি স্বরূপ ফুলের মালা দিয়ে \"ব্রুটাস\"(BRUTUS) কে সম্মানিত করেন উপস্থিত রেলওয়ে আধিকারিকেরা। অবসরের জন্য সংবর্ধনা দিতে আমরা দেখেছি মানুষকে। কিন্তু খড়গপুরের রেলওয়ে আরপিএফ (RPF) ডগ স্কোয়ার্ডের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম কোন ডগ অর্থাৎ কুকুরকে দেওয়া হল সংবর্ধনা। তবে এই সংবর্ধনা প্রথম হলেও এরপরে রেলওয়ে আরপিএফ (RPF) ডগ স্কোয়ার্ডে থাকা অন্যান্য ডগ অর্থাৎ কুকুরদেরকেও পরবর্তী ক্ষেত্রে এইভাবে সংবর্ধনা দেবেন বলে জানালেন রেলওয়ে আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন : চোখ থাকতেও নিকষ কালো অন্ধকার পৃথিবী! অসহায় দুই ছেলেকে নিয়ে সাহায্যের আর্জি মায়ের
আরও পড়ুন : এক 'Whatsapp'-এ মিলবে শাক-সব্জি মাছ থেকে মুর্শিদাবাদের ছানাবড়া! জেনে নিন নম্বর...
সিনিয়ার সিকিউরিটি কমিশনার সি.এন.তেওয়ারি সোমবার রাতে অবসরকালীন সংবর্ধনা দিয়ে স্থানীয় সিদ্ধার্থ আচার্য নামে এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো খড়গপুর রেলওয়ে আরপিএফ (RPF) ডগ স্কোয়ার্ডের স্পেশাল ডগ \"ব্রুটাস\"(BRUTUS) কে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট সিনিয়ার সিকিউরিটি কমিশনার সি.এন.তেওয়ারি, কাজি কামাল উদ্দিন এ.এস.আই আরপিএফ (RPF) ডক স্কোয়ার্ড সহ অন্যান্যরা। প্রসঙ্গত, সাম্প্রতিক কালে খড়গপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার জন্য তৈরি হ্যালিপ্যাডের সুরক্ষা নিশ্চিত করার কাজেও লাগানো হয়েছিল \"ব্রুটাস\" (BRUTUS)কে।
পার্থ মুখোপাধ্যায়