চোখ থাকতেও নিকষ কালো অন্ধকার পৃথিবী! অসহায় দুই ছেলেকে নিয়ে সাহায্যের আর্জি মায়ের
Last Updated:
চোখ থাকতেও সূর্যের আলো দেখার উপায় নেই বিশেষ চাহিদা সম্পন্ন দুই ভাইয়ের। জলপাইগুড়ির প্রায় প্রাণকেন্দ্রেই শানু পাড়া, সেখানেই বসবাস করে এই দুই ভাই। অন্ধকারেই কেটে যাচ্ছে তাদের জীবন, কারণ তারা বিশেষ চাহিদা সম্পন্ন, ১০০ শতাংশই প্রতিবন্ধী।
বাবা- মা এবং দুই ভাইয়ের জীবনযাপন কোনওভাবে চলছিল। হঠাৎ বাবার মৃত্যুতে নেমে আসে নিকষ কালো অন্ধকার। রয়ে যান মা, দুই সন্তান, যাদের বয়স ১৮ এবং ১৪ বছর। নাম চন্দন চৌহান এবং বিশাল চৌহান । আর্থিক অনটনের মধ্যে দিয়েই চলছে তাদের কোনও ভাবে বেঁচে থাকা। মাসিক উপার্জন বলতে মাসে মাত্র হাজার টাকা। এ দিয়ে কি আর হয়? নুন আনতে পান্তা ফুরোচ্ছে মা'র। চোখের জল ভাতে পড়ে প্রতিনিয়ত। কিন্তু কিছুই যে করার নেই। লড়ে যেতে হবে এভাবেই।
advertisement
advertisement
তবে এই লড়াইয়ে সঙ্গ দিয়েছেন বাস্তবের হিরো শান্তনু শর্মা। কথায় আছে "মানুষ মানুষেরই জন্য" সত্যিই মানবিকতা এখনও হারিয়ে যায়নি। সবাই তাকে চেনে অক্সিজেন দম্পতি হিসেবে, যে করোনাকালীন সময়ে শহরের বাচ্চাদের বাইকে করে অনবরত অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিয়েছিলেন। ইনি সেই এই শান্তনু শর্মা। এগিয়ে এলেন তিনিই দেবতার দূত হয়ে। শ্রীমতি চৌহান জানান, "অভাব অনটনের মধ্য দিয়ে চলছে জীবনযাপন। আমার দুই ছেলেই বিশেষ প্রতিবন্ধী। গত কয়েক বছর ধরে শান্তনু শর্মা নামে এক দাদা অনেকটা সাহায্য করেছে। আমাদের আর্থিকভাবে খাদ্য বস্ত্র, চাল, ডাল সমস্ত কিছু সাহায্য করতেন তিনি। তবে কোনদিনই প্রকাশ্যে আসেননি। ধন্যবাদ জানাই তাঁকে।"
advertisement
পাশাপাশি আক্ষেপও ভেসে আসে তাঁর কন্ঠে। তিনি জানান, সরকার থেকে মেলে না কোনও সাহায্য। ভোট আসলে ভোট চায় কিন্তু তাদের কোনও সুরাহা হয় না। কখনও একটু চিড়া-গুড় মেলে ব্যস, সরকারি অনুদান বলতে এইটুকুই। দুই অসহায় শিশুর মা একটু সাহায্যের জন্য বারংবার ছুটে গিয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধানের কাছে। কিন্তু কোনও সুরাহা মেলেনি। মিলেছে শুধুই আশ্বাসবাণী। প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবার।
advertisement
সেখানকার উপ প্রধানকে সুভাষ চন্দকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। আমরা পুরো বিষয়টিকে দেখে যতটুকু সম্ভব সেটুকু সাহায্য আমরা করব।"
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 4:09 PM IST