নিজে হাতে সাজিয়ে বিদায় জানিয়েছেন ছোটবোনকে, ঐন্দ্রিলার স্মৃতিতে ডুবে আজ ঐশ্বর্য

Last Updated:
Aindrila Aishwarya: এই ক'দিন মুহূর্তে মুহূর্তে বোনের স্বাস্থ্যের আপডেট, চিকিৎসকদের সঙ্গে কথা বলা। আচমকা সব স্তব্ধ। দাঁতে দাঁত চাপা লড়াইয়ের শেষ। শূন্যতা ঢাকতেই কী ঐন্দ্রিলার স্মৃতিতে ডুব ঐশ্বর্যের?
1/10
২৪ ঘণ্টা কেটে গিয়েছে। তবু যেন ঘোর কাটেনি। ফেসবুক খুললে পাতায় পাতায় আদরের ছোট্ট বোনুর হাসিমুখ জ্বলজ্বল করছে। মফস্বল শহর বহরমপুরে একইসঙ্গে বড় হয়েছেন দুই বোন ঐশ্বর্য শর্মা,ঐন্দ্রিলা শর্মা। প্রাণাধিক প্রিয় বোনের সঙ্গে দিদির ছোট্ট ছোট্ট হাজারো স্মৃতি গত ২৪টা বছরের। সেইসব কিছু আঁকড়ে স্মৃতিতে বুঁদ আজ দিদি ঐশ্বর্য।
২৪ ঘণ্টা কেটে গিয়েছে। তবু যেন ঘোর কাটেনি। ফেসবুক খুললে পাতায় পাতায় আদরের ছোট্ট বোনুর হাসিমুখ জ্বলজ্বল করছে। মফস্বল শহর বহরমপুরে একইসঙ্গে বড় হয়েছেন দুই বোন ঐশ্বর্য শর্মা,ঐন্দ্রিলা শর্মা। প্রাণাধিক প্রিয় বোনের সঙ্গে দিদির ছোট্ট ছোট্ট হাজারো স্মৃতি গত ২৪টা বছরের। সেইসব কিছু আঁকড়ে স্মৃতিতে বুঁদ আজ দিদি ঐশ্বর্য।
advertisement
2/10
ঐশ্বর্যর ফেসবুক জুড়ে শুধুই যেন ঐন্দ্রিলা। কিছু ফ্রেমে মা-বাবার সঙ্গে সপরিবারে যে পরিবারের অন্যতম সদস্য দুই চারপেয়ে তোজো-বোজো। প্রতিটা ছবিতে ফুটে উঠেছে পারিবারিক খুশি-ভালোবাসায় পরিপূর্ণ গৃহকোণ। সৌজন্যে: ঐশ্বর্য শর্মার ফেসবুক 
ঐশ্বর্যর ফেসবুক জুড়ে শুধুই যেন ঐন্দ্রিলা। কিছু ফ্রেমে মা-বাবার সঙ্গে সপরিবারে যে পরিবারের অন্যতম সদস্য দুই চারপেয়ে তোজো-বোজো। প্রতিটা ছবিতে ফুটে উঠেছে পারিবারিক খুশি-ভালোবাসায় পরিপূর্ণ গৃহকোণ। সৌজন্যে: ঐশ্বর্য শর্মার ফেসবুক 
advertisement
3/10
প্রতিটা ছবিতে ফুটে উঠেছে পারিবারিক খুশি-ভালোবাসায় পরিপূর্ণ গৃহকোণ। সৌজন্যে: ঐশ্বর্য শর্মার ফেসবুক
প্রতিটা ছবিতে ফুটে উঠেছে পারিবারিক খুশি-ভালোবাসায় পরিপূর্ণ গৃহকোণ। সৌজন্যে: ঐশ্বর্য শর্মার ফেসবুক
advertisement
4/10
কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডায়, সেলফিতে। কোথাও আবার ফ্রেমবন্দি হয়েছে দুই বোনের নিখাদ খুনসুটি। সৌজন্যে: ঐশ্বর্য শর্মার ফেসবুক 
কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডায়, সেলফিতে। কোথাও আবার ফ্রেমবন্দি হয়েছে দুই বোনের নিখাদ খুনসুটি। সৌজন্যে: ঐশ্বর্য শর্মার ফেসবুক 
advertisement
5/10
মা-বাবার সঙ্গে হাসিমুখে কেক কেটে ঘরোয়া জন্মদিন পালনের আদর-আহ্লাদ-আর সোহাগের মায়াকাজল মাখা এক রূপকথা। যে ছবি দেখলে চোখ ঝাপসা হয়। মনে হয়, এই তো সেদিন। সৌজন্যে: ঐশ্বর্য শর্মার ফেসবুক
মা-বাবার সঙ্গে হাসিমুখে কেক কেটে ঘরোয়া জন্মদিন পালনের আদর-আহ্লাদ-আর সোহাগের মায়াকাজল মাখা এক রূপকথা। যে ছবি দেখলে চোখ ঝাপসা হয়। মনে হয়, এই তো সেদিন। সৌজন্যে: ঐশ্বর্য শর্মার ফেসবুক
advertisement
6/10
ঐশ্বর্য শর্মার ফেসবুকের ডিপিতেও উজ্জ্বল দুই বোনের ছবি। সেখানে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন আজ ঐশ্বর্য। ক্যাপশনে লিখেছেন, 'আমার ছোট্ট বুনু..এইভাবেই সারাজীবন দুজন দুজনের হাত ধরে বেঁচে ছিলাম আছি এবং থাকবো...'। 
ঐশ্বর্য শর্মার ফেসবুকের ডিপিতেও উজ্জ্বল দুই বোনের ছবি। সেখানে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন আজ ঐশ্বর্য। ক্যাপশনে লিখেছেন, 'আমার ছোট্ট বুনু..এইভাবেই সারাজীবন দুজন দুজনের হাত ধরে বেঁচে ছিলাম আছি এবং থাকবো...'। 
advertisement
7/10
'আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে।' ২০২০-র সপ্তমী, সেবছর কোভিডের কারণে পুজোটা কমবেশি সকলেরই ঘরবন্দিই কেটেছে। সেই পুজোতেই নিজের ফ্ল্যাটে গান চালিয়ে নিজের 'মনের মানুষ' সব্যসাচীর জন্য নেচে ছিলেন ঐন্দ্রিলা।
'আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে।' ২০২০-র সপ্তমী, সেবছর কোভিডের কারণে পুজোটা কমবেশি সকলেরই ঘরবন্দিই কেটেছে। সেই পুজোতেই নিজের ফ্ল্যাটে গান চালিয়ে নিজের 'মনের মানুষ' সব্যসাচীর জন্য নেচে ছিলেন ঐন্দ্রিলা।
advertisement
8/10
যে ভিডিয়োটি আজও তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে জ্বলজ্বল করছে। সোমবার, বোনের মৃত্যুর ঠিক একদিন পর সেই ভিডিয়োটিই ফেসবুক স্টোরিতে শেয়ার করলেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য শর্মা।
যে ভিডিয়োটি আজও তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে জ্বলজ্বল করছে। সোমবার, বোনের মৃত্যুর ঠিক একদিন পর সেই ভিডিয়োটিই ফেসবুক স্টোরিতে শেয়ার করলেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য শর্মা।
advertisement
9/10
এই ক'দিন মুহূর্তে মুহূর্তে বোনের স্বাস্থ্যের আপডেট, চিকিৎসকদের সঙ্গে কথা বলা। আচমকা সব স্তব্ধ। দাঁতে দাঁত চাপা লড়াইয়ের শেষ। গতকালই নিজে হাতে সাজিয়ে বোনকে শেষ বিদায় জানিয়েছিলেন ঐশ্বর্য।
এই ক'দিন মুহূর্তে মুহূর্তে বোনের স্বাস্থ্যের আপডেট, চিকিৎসকদের সঙ্গে কথা বলা। আচমকা সব স্তব্ধ। দাঁতে দাঁত চাপা লড়াইয়ের শেষ। গতকালই নিজে হাতে সাজিয়ে বোনকে শেষ বিদায় জানিয়েছিলেন ঐশ্বর্য।
advertisement
10/10
আজ না থেকেও যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভীষণভাবে আছেন ছোট বোন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা প্রতিটি শব্দেও যেন ফুটে উঠেছে সেই আবেগ।
আজ না থেকেও যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভীষণভাবে আছেন ছোট বোন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা প্রতিটি শব্দেও যেন ফুটে উঠেছে সেই আবেগ।
advertisement
advertisement
advertisement